অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd আগস্ট 2024 | Current Affairs In Bengali 2nd August 2024

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd আগস্ট 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd August 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd আগস্ট 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd আগস্ট 2024 | Current Affairs In Bengali 2nd August 2024

নিচে Current Affairs In Bengali 2nd August 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd আগস্ট 2024 | Current Affairs In Bengali 2nd August 2024

1.গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সম্প্রতি 'Goem Vinamulya Vij Yevjan' স্কিম লঞ্চ করলেন।

2.ভারতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য $200 মিলিয়ন লোন প্রদান করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

3.UGRO Capital এবং স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) সম্প্রতি কো-লেন্ডিং পার্টনারশিপ গড়ে তুললো।

4.ব্যাঙ্গালুরুর Insurtech স্টার্টআপ Covrzy, IRDAI এর কাছ থেকে ব্রোকিং লাইসেন্স পেলো।

5.ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপরাটির (IPEF) অধীনে সাপ্লাই চেন কাউন্সিলের ভাইস-চেয়ার পদে ভারতকে নির্বাচিত করা হলো।

6.UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 24 এটি নতুন সাইট অন্তর্ভুক্ত করা হলো, ভারতের মোট হেরিটেজ সাইটের সংখ্যা হল 43 টি।

7.নতুন দিল্লীতে Agricultural Economists এর উপর 32 তম আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করতে চলেছে ভারত।

8.তামিলনাড়ুর সুলারে প্রথমবার বহুদেশীয় বায়ু অনুশীলন 'Tarang Shakti 2024' হোস্ট করবে ভারত।

9.Women Entrepreneurship প্রোগ্রামের সূচনা করলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC).

10.সম্প্রতি নতুন দিল্লীতে 46 তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিংয়ের সভা হোস্ট করলো ভারত।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.