অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


1000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Questions Answers in Bengali

1000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Life Science Questions Answers in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 1000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF. নিচে Life Science Questions Answers in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 1000+ জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

1000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Questions Answers in Bengali


আজ 1000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টি আপনাদের দিছি, যেটিতে জীবন বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর রয়েছে বাংলায়। বর্তমানে যেকোনো  চাকরির পরীক্ষাতে জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন এসেই থাকে। সেই কারণে আজকে আপনাদের জন্য বিশাল এই প্রশ্ন উত্তরের সম্ভার উপস্থাপন করা হলো ফ্রিতে।

1000+ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Questions Answers in Bengali


❖ মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয় ?

➯ ভিটামিন D

❖ রক্তে জলের পরিমান কত ?

➯ 91.92%

❖ 100 CC রক্তে মানবদেহে হিমোগ্লোবিনের পরিমান কত ?

➯ 14. 5 gm

❖ পতঙ্গদের কত জোড়া পা আছে ?

➯ 3 জোড়া

❖ মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতিতে ?

➯ বিলিরুবিন

❖ মানুষের লোহিত কণিকার আয়ু কত ?

➯ 120 দিন

❖ কোন রোগের অপর নাম Slim Disease ?

➯ AIDS

❖ মানবদেহের কোন অঙ্গকে Mirror of Disease বলা হয় ?

➯ জিহ্বা 

❖ বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ ?

➯ মিষ্টি।

❖ কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে ?

➯ ভিটামিন B

❖ কোন রোগের জন্য BCG টিকা দেওয়া হয় ?

➯ যক্ষারোগ।

❖ ভিটামিন শব্দটি কে প্রথম ব্যাবহার করেন ?

➯ বিজ্ঞানী ফ্রাঙ্ক।

❖ সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি ?

➯ রেমি উদ্ভিদের তন্তু কোষ।

❖ কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে ?

➯ ককলিয়া।


Download জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download



Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. সাইন্সের যদি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অন্সারস করিয়ে দেন তাহলে খুব সুবিধে হতো আমাদের পক্ষে।

    ReplyDelete

Please do not share any spam link in the comment box