অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা PDF | Headquarters of Various International Organizations

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা PDF | Headquarters of Various International Organizations

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা PDF | Headquarters of Various International Organizations
         

আজ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তালিকা PDF টি আপনাদের প্রদান করছি, যেটিতে উল্লেখযোগ্য সংস্থার হেড কোয়ার্টারের নাম দেওয়া হয়েছে। কারণ Competitive Exam-এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং সেগুলির সদর দপ্তর কোথায় অবস্থিত তার তালিকা থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইত্যাদি।


বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা PDF | Headquarters of Various International Organizations


সংস্থা

সদর দপ্তর

জাতিসংঘ(UN)

নিউইয়র্ক

সার্ক

কাঠমান্ডু

WWF

সুইজারল্যান্ড

NATO

ব্রাসেলস

OPEC

ভিয়েনা

WHO

জেনেভা

ILO

জেনেভা

UNESCO

প্যারিস

UNICEF

নিউইয়র্ক

রেড ক্রস

জেনেভা

আন্তর্জাতিক আদালত

হেগ

ইন্টারপোল

লিঁও

এশীয় উন্নয়ন ব্যাঙ্ক

মেট্রো ম্যানিলা

আইসিসি

দুবাই

ফিফা

জুরিফ

কমনওয়েলথ

লন্ডন

ইউরোপিয়ান ইউনিয়ন

ব্রাসেলস

UNU

টোকিও

AP

নিউইয়র্ক

OAPEC

সাফাৎ, কুয়েত

World Bank

ওয়াশিংটন ডিসি

FAO

রোম

ASEAN

জাকার্তা

IMF

ওয়াশিংটন ডিসি

UNDP

নিউইয়র্ক

WIPO

জেনেভা

WTO

জেনেভা

UNIDO

ভিয়েনা

OPCW

হেগ

WMO

জেনেভা

WTO

জেনেভা

UNPF

নিউইয়র্ক

WFP

রোম

IFAD

রোম

IMO

লন্ডন

WMO

জেনেভা

UNAIDS

জেনেভা

UNHCR

জেনেভা

UNIDIR

জেনেভা

UNITAR

জেনেভা

EU

ব্রাসেলস

EEC

ব্রাসেলস

OECD

প্যারিস

ADB

মান্দালুওং

ESA

প্যারিস

ITU

জেনেভা

AFP

প্যারিস




বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা PDF | Headquarters of Various International Organizations



১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
৪। OIC এর সদর দফতর= জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
GKSOLVES.COM
৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)


Download বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা


File Details:-

File Name:- বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ তালিকা [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.