অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ভূগোল এক-কথায় প্রশ্ন উত্তর PDF | Geography One-Word Question Answers PDF


ভূগোল এক-কথায় প্রশ্ন উত্তর PDF | Geography One-Word Question Answers PDF
www.gksolves.com 



Geography gk : PSC ,WBCS, KPS, ক্লার্কওশিপের প্রিলিমিনারি পরীক্ষা , WBP ও গ্রুপ ডি সহ সব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার উপর লক্ষ রাখা হয়েছে।

ভূগোল এক-কথায় প্রশ্ন উত্তর PDF | Geography One-Word Question Answers PDF


  • চীনের দুঃখ ( Sorrow of  China ) - হোযাংহো।
  • ভারতের প্রবেশদ্বার (Gateway of India ) - মুম্বাই। 
  • বাংলার দুঃখ ( Sorrow of Bengal ) - দামোদর নদী। 
  • পৃথিবীর ছাদ ( Roof of the World ) - পামীর মালভুমি। 
  • নিষিদ্ধ শহর ( Forbidden city ) - লাসা। 
  • নীলনদের দান ( Gift of the Nile ) - মিশর। 
  • ভূ-স্বর্গ ( Heaven of Earth ) - কাশ্মীর। 
  • নিশীথ সূর্যের দেশ ( Land of the Midnight Sun ) - নরওয়ে। 
  • সোনালী পশমের দেশ ( Land of the Golden Fleece ) - অস্ট্রেলিয়া। 
  • পবিত্র দেশ ( Holy Place ) - প্যালেস্টাইন। 
  • পঞ্চনদের দেশ ( Land  of the Five  Rivers) - পাঞ্জাব। 
  • দক্ষিণ ভারতের কাশী (Benaras of South ) - মাদুরাই। 
  • বাঁকা শহর (Windy City ) - শিকাগো। 
  • পৃথিবীর চিনির পাত্র ( Sugar-bowl of the World ) - কিউবা। 
  • বাংলার অক্সফোর্ড ( Oxford of Bengal ) - নবদ্বীপ। 
  • সপ্তম পর্বতের শহর ( City of Seven Hills ) - রোম। 
  • ভারতের উদ্যান - ব্যাঙ্গালোর। 
  • পোপের শহর - ভাটিক্যান সিটি। 
  • ভারতের রোম - দিল্লী। 
  • ভূমিকম্পের দেশ - জাপান।
  • উদীয়মান সূর্যের দেশ ( Land of the Rising Sun ) - জাপান।
  • নীল পর্বতমালা (Blue Mountains ) - নীলগিরি।
  • অন্ধকারের মহাদেশ (Dark Continent ) - আফ্রিকা মহাদেশ।
  • প্রাসাদময়ী নগরী (City of palaces ) - কোলকাতা।
  • ভূ-মধ্যসাগরের চাবি ( Key of the Mediterranean ) - জিব্রালটার (Gibralter ).
  • সহস্র হ্রদের দেশ ( Land of Thousand Lakes ) - ফিনল্যাণ্ড।
  • দক্ষিণের রানী (Queen of the South) - সিডনি (অস্ট্রেলিয়ার রাজধানী )
  • সন্ন্যাসীর রাজ্য বলা হয় - কোরিয়াকে।
  • লবনের দ্বীপ বলা হয় - জাঞ্জিবারকে।
  • চলচিত্রের নগর - হলিউড।



Download ভূগোল এক-কথায় প্রশ্ন উত্তর PDF | Geography One-Word Question Answers PDF


File Details:-

File Name:- ভূগোল এক-কথায় প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.