জিকে প্র্যাকটিস সেট PDF | General Knowledge Practice Set Pdf With Answers

জিকে প্র্যাকটিস সেট PDF | General Knowledge Practice Set Pdf With Answers: আজ জিকে প্র্যাকটিস সেট PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে পরীক্ষায় আসার মতো বাছাই করা 5000 টি জিকে প্রশ্ন সঙ্গে উত্তরপত্রও প্রদান করা হায়েছে। এই প্র্যাকটিস সেটটি Food SI, Clerk, WBP সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। সুতরাং নীচ থেকে নমুনা গুলি দেখে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে নিন।

জিকে প্র্যাকটিস সেট PDF | General Knowledge Practice Set Pdf With Answers

জিকে প্র্যাকটিস সেট PDF | General Knowledge Practice Set Pdf With Answers


1.কমনওয়েলথ যুব ভারােত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৪ কেজি ক্যাটেগরিতে কে স্বর্ণপদক পেলেন ? 

(A) কোনসম ওরমিলা দেবী (B) মীরাবাস চালু (C) উর্মিলা দেবী (D) নন  পাতিল 

2. ব্রিসবে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে কে মহিলাদের সিঙ্গালসে জয়লাভ করেছেন ? 

(A) ক্যারিলিনা প্লিসকোভা (চেক রিপাবলিক  (B) সেরেনা উইলিয়ামস । (C) অ্যাঞ্চেলিক কারবার (D) সারাপোভা । 

3. ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে কোন্ জুটি মহিলাদের ডাবলসে জয়লাভ করেছেন । 

(A) কারবার ও সারাপােভা । (B) সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস (C) মার্টিনা হিঙ্গিস ও কোকো ভেনেডিওযেগে (D) সানিয়া মির্জা (ভারত) ও বেথানি মাটেক স্যাণ্ডস (মার্কিন যুক্তরাষ্ট্র) 

4. ২৪ জুলাই প্রয়াত ভারতের কোন মহাকাশ বিজ্ঞানী ১৯৮৪ - ১৯৯৪ ইসরাের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন ? 

(A) কিরণ কুমার (B) রাধাকৃয়ণ (C) শৈলেশ নায়েক (D) ইউ আর রাও 

5. বাংলা চলচ্চিত্রের কোন্ খ্যাতনামা শিল্পী ২০১৭ সালের মহানায়ক সম্মানে ভূষিত হলেন? 

(A) বাপি লাহিড়ী (B) শকুন্তলা বড়ুয়া (C) সৌমিত্র চট্টোপাধ্যায় (D) প্রসেনজিৎ 

6. ১৪ জুলাই , ২০১৭ তারিখে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসােসিয়েশন - এর ঘােষণা অনুযায়ী ২০২১ সালের পুরুষদের ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযােগিতা কোথায় আয়ােজিত হবে ?

(A) ভারতে (B) শ্রীলঙ্কায় (C) জাপানে (D) চিনে

7. ১১ ডিসেম্বর ২০১৭ জোবার্স ওপেন গলফ টুর্নামেন্টে কোন ভারতীয় গল্ফার চ্যাম্পিয়ন হলেন ?

(A) শুভকর শর্মা (B) অনির্বান লাহিড়ি (C) শিব কাপুর (D) সুজন সিং

৪. সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার কোন্ কোন্ রাজ্যের যৌথ সহযােগিতায় এক ভারত - শ্রেষ্ঠ ভারত ' মােজনা চাল করল ? 

(A) বিহার - উত্তরপ্রদেশ (B) মণিপুর ও নাগাল্যান্ড (C) হিমাচল প্রদেশ - পশ্চিমবঙ্গ (D) রাজস্থান - গুজরাট 

9. সম্প্রতি কোন দেশ ' World ' s Best Travel Destination for - 2017 ' সম্মানে ভূষিত হয়েছে ? 

(A) বেলজিয়াম (B) কানাডা (C) অস্ট্রেলিয়া (D) আমেরিকা 

10. ভারতের চীন সীমান্তে যােগাযােগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে ITBP ’ বাহিনীকে কোন্ কমিউনিকেশন স্যাটেলাইট প্রদান করা হল ?

(A) GSAT - 6 । (B) “ GSAT - 7 | (C) GSAT - 8 ' (D) ' GSAT - 9 ' 

11.আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান হল — 

(A) সপ্তম (B) অষ্টম (C) নবম (D) দশম 

12. এপিসেন্টার ' শব্দটি কিসের সঙ্গে যুক্ত ? 

(A) বন্যা (B) বায়ুর ক্ষয়কাজ (C) ভূমিকম্প (D | কোনওটিই নয় 

13. নীচের কোনটি খনিজ তেলের উপজাত দ্রব্য নয় ? 

(A) পলিমার | (B) গ্যাসােলিন (C) ন্যাপথা । (D) মােবিল


PDF FILE DETAILS 

FILE NAME:     General knowledge practice set pdf with answers (www.gksolves.com)  
FILE SIZE :   3.7 MB
Quality : High
Format : Pdf
File Location : Google Drive




  • Gksolves.com not own this book / PDF  neither created nor scanned. We just providing the link already available on internet. Pdf files Link on this Post/Page/website are neither created nor uploaded by us, If any way it violates the law or has any issues then kindly Contact Us.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.