জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge MCQ in Bengali

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় General Knowledge MCQ in Bengali PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF. নিচে General Knowledge MCQ in Bengali PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge MCQ in Bengali


আজ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর রয়েছে। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর বিভিন্ন Competitive Exam যেমন- WBCS, PSC, ICDS, Police Constable, Fire Operators, Railway Group D, NTPC, Clerkship সহ অন্যান্য পরীক্ষা গুলির প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে বিশেষভাবে। 

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF | General Knowledge MCQ in Bengali


Q. ওরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক নামে অভিহিত করেন?

উত্তর- শিবাজীকে।

Q. কাশ্মীরের আকবর নামে কে পরিচিত হন?

উত্তর- জয়নাল আবেদীন।

Q. কলকাতা মহানগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তর- জব চার্নক । 

Q. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ? 

উত্তর -1191 সালে ।

Q. মিতাক্ষরা আইন কে রচনা করেন? 

উত্তর- বিজ্ঞানেশ্বর ।

Q. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 

উত্তর- তৃতীয় গোবিন্দ।

Q. আদিনা মসজিদ কে নির্মান করেন? 

উত্তর-সিকান্দার শাহ ।

Q. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর- 1857 সালে।

Q. বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কি? 

উত্তর- অনুশীলন সমিতি।

Q. সুভাষচন্দ্র বসু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নাম কী রেখেছিলেন ? 

উত্তর- স্বরাজ দ্বীপ ও শহীদ দ্বীপ।

Q. মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 

উত্তর-1934 সালের 12 ই জানুয়ারি।

Q. সারা ভারত কিষান সভার প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? 

উত্তর- স্বামী দয়ানন্দ সরস্বতী।

Q. হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?  

উত্তর-1817 সালে।

Q. কয়েকটি একবীজপত্রী উদ্ভিদের নাম বল

উত্তর- নারকেল সুপারি ।

Q. একটু মানবদেহের সবথেকে বড় অন্তক্ষরা গ্রন্থি কোনটি? 

উত্তর- থাইরয়েড গ্রন্থি ।

Q. মানব দেহে জলের পরিমাণ কত শতাংশ ? 

উত্তর- (60 -70) শতাংশ।

Q. মধুমেয় ডায়াবেটিস রোগ কিসের অভাবে হয়? 

উত্তর- ইনসুলিনের অভাবে।

Q. অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উত্তর: গণিতশাস্ত্রে।

Q. দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উত্তর: যেকোনা খেলার কোচদের।

Q. গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উত্তর: মিউজিক।

Q. কোন শহরকে ভারতের প্রাসাদ নগরী বলা হয়?

উত্তর: কলকাতা।

Q. জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: কারনাল, হরিয়ানা।

Q. হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত?

উত্তর: গুলমার্গ, কাশ্মীর।

Q. মিসাইল ওমেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত?

উত্তর: টেসি টমাস।

Q. মোবাইল ফোনের জনক কে?

উত্তর :-মার্টিন কুপার।

Q. সার্চ ইঞ্জিনের জনক কে?

উত্তর :-এলান এমটাজ।

Q. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতির নাম কি?

উত্তর :-টেলি মেডিসিন

Q. বিশ্বে ইন্টারনেটর জন্ম হয় কবে?

উত্তর :-১৯৬৯ সালে।
 
Q. ইন্টারনেটের জনক কে?

উত্তর :-ভিনটন জি কার্ফ।

Download জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF


File Details:-

File Name:- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.