অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জুলাই 2024 | Bengali Current Affairs 7th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 7th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জুলাই 2024 | Bengali Current Affairs 7th July 2024

নিচে Bengali Current Affairs 7th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জুলাই 2024 | Bengali Current Affairs 7th July 2024


1.মুখ্য স্পনসর হিসেবে ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের পার্টনার হলো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL).

2.Bajaj Auto -এর তৈরি বিশ্বের প্রথম CNG মোটরসাইকেল লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকারী।

3.ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর ₹1.32 কোটি টাকার ফাইন চাপালো RBI.

4.ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে নিযুক্ত করা হলো।

5.ওমেন এন্ত্রাপ্রিনিউরশিপ প্লাটফর্ম (WEP) এবং TransUnion CIBIL জোটবদ্ধ ভাবে ক্রেডিট এডুকেশন প্রোগ্রাম SEHER লঞ্চ করলো।

6.Cost of Living City Ranking 2024 রিপোর্ট অনুযায়ী ভারতের মধ্যে শীর্ষস্থান অধিকার করলো মুম্বাই, গ্লোবালি শীর্ষে রয়েছে হংকং।

7.4 দিনের জন্য বাংলাদেশ সফরে গেলেন ভারতের চিফ অফ নাভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি।

8.সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর দশম স্থায়ী সদস্য হলো রিপাবলিক অফ বেলারুশ।

9.গুজরাটে 400 MW -এর সোলার পাওয়ার প্লান্ট তৈরির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ENGIE গ্রুপ লোন-চুক্তি করলো।

10.লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সম্প্রতি 'Jeevan Samarth' নামক এজেন্সি ট্রান্সফর্মেশন ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.