বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুলাই 2024 | Bengali Current Affairs 6th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 6th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুলাই 2024 | Bengali Current Affairs 6th July 2024

নিচে Bengali Current Affairs 6th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুলাই 2024 | Bengali Current Affairs 6th July 2024


1.ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Keir Starmer.

2.কাউন্সিল অফ হেডস অফ স্টেট অফ দি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর 24 তম মিটিং কাজাখস্তানের আস্তানা তে সম্পন্ন হলো।

3.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি স্মার্ট সিটিজ মিশনের উদ্বোধন করলেন, যেটি চলবে 31 শে মার্চ, 2025 পর্যন্ত।

4.অস্কার পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্য লেখক Robert Towne 89 বছর বয়সে প্রয়াত হলেন।

5.সাংবাদিক পীযূষ পান্ডে নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Manoj Bajpayee: The Definitive Biography'.

6.নতুন দিল্লীতে সম্প্রতি 'গ্লোবাল IndiaAI সামিট 2024' সম্পন্ন হলো।

7.কোল এন্ড মাইন্স মন্ত্রী জি কিষাণ রেড্ডি নতুন দিল্লীতে NIRMAN পোর্টাল লঞ্চ করলেন।

8.হায়দ্রাবাদে ওয়েপন সিস্টেম স্কুলের উদ্বোধন করলেন ভারতীয় এয়ার ফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল V R Chaudhari.

9.ইউরোপিয়ান ইউনিয়ন (EU) কাউন্সিলের সভাপতিত্ব করতে চলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী Viktor Orban.

10.যৌথ নদী সংযোগকারী প্রকল্পের জন্য মধ্যপ্রদেশ এবং রাজস্থান সরকার চুক্তি স্বাক্ষর করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.