বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 4th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 4th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুলাই 2024 | Bengali Current Affairs 4th July 2024
1.অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 'NTR Bharosa পেনশন' স্কিম লঞ্চ করলেন।
2.আফগানিস্তানের উপর তৃতীয় ইউনাইটেড নেশন্স কনফারেন্স কাতারের দোহাতে সম্পন্ন হলো।
3.ভারত এবং থাইল্যান্ডের মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন 'Maitree Exercise 2024' সম্পন্ন হলো।
4.রিয়ান পরাগ এবং নীতিশ কুমার রেড্ডিকে নিজেদের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Puma India.
5.প্রতিবছর 3 রা জুলাই International Plastic Bag Free দিবস পালন করা হয়।
6.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) 'MSME Sahaj' নামক 15-মিনিট অনলাইন লোন সলিউশন লঞ্চ করলো।
7.হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের জন্য ভারতকে পার্টনার দেশ হিসেবে ঘোষণা করলো SERA এবং Blue Origin.
8.অমরাবতী তে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে এয়ার ইন্ডিয়া।
9.দ্রুত ক্রস-বর্ডার রিটেইল পেমেন্টের জন্য RBI এবং ASEAN নতুন একটি প্লাটফর্ম (Project Nexus) তৈরি করতে চলেছে।
10.পাওয়ার গ্রিড কর্পরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (PGCIL) নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রবীন্দ্র কুমার ত্যাগীকে নিযুক্ত করা হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box