অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th জুলাই 2024 | Bengali Current Affairs 30th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 30th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th জুলাই 2024 | Bengali Current Affairs 30th July 2024

নিচে Bengali Current Affairs 30th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th জুলাই 2024 | Bengali Current Affairs 30th July 2024

1.2024 প্যারিস অলিম্পিকে India House এর উন্মোচন করলেন নীতা আম্বানি।

2.3945 কোটি টাকার বিনিময়ে India Cements এর 32.7% মালিকানা কিনে নিলো UltraTech.

3.টোকিও তে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

4.328 তম রাশিয়ান নৌবাহিনী দিবস উদযাপনের জন্য ভারতের INS Tabar সেন্ট পিটার্সবার্গে পৌঁছাল।

5.ICICI Lombard জেনারেল ইন্সুরেন্স কোম্পানির সাথে কর্ণাটক ব্যাংক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তুললো।

6.গত 27 শে জুলাই মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস তাদের 18 তম প্রতিষ্ঠা দিবস পালন করলো।

7.কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিংকে 'Lifetime Achievement Award' -এ সম্মানিত করা হলো।

8.স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার (SIDBI) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিলেন মনোজ মিত্তল।

9.বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন লিউস হ্যামিল্টন।

10.প্রতি বছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.