বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 28th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 28th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুলাই 2024 | Bengali Current Affairs 28th July 2024
1.নীতি আয়োগের 9ম গভার্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবছরের থিম - 'Viksit Bharat@2047'.
2.বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে 7 টি PM MITRA (PM Mega Integrated Textile Region Apparel) পার্ক স্থাপন করতে চলেছে।
3.দেশের যুবদের সাহায্য করতে সংশোধিত মডেল স্কিল লোন স্কিমের সূচনা করলো কেন্দ্রীয় সরকার।
4.আরবান কো-অপারেটিভ ব্যাংকের ফিনান্সিয়াল হেল্থ কে উন্নত করতে PCA ফ্রেমওয়ার্ক এর সূচনা করলো RBI.
5.ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (IFFI) ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে নিযুক্ত করা হলো।
6.AI চালিত ইন্টারনেট সার্চে নতুন ভাবে পথ দেখাতে চলেছে OpenAI এর লঞ্চ করা SearchGPT.
7.মিনিস্ট্রি অফ স্টিল সম্প্রতি Steel Import Monitoring System’ 2.0 পোর্টাল লঞ্চ করলো।
8.আইজলে ভারতের 500 তম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণাও।
9.13,600 কোটি টাকা অর্থের বিনিময়ে Mankind Pharma সম্প্রতি Bharat Serums and Vaccines কে কিনে নিলো।
10.ইন্দোনেশিয়ার প্রাক্তন উপরাষ্ট্রপতি Hamzah Haz 84 বছর বয়সে প্রয়াত হলেন।
Also Read:
Please do not share any spam link in the comment box