অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024 | Bengali Current Affairs 26th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 26th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024 | Bengali Current Affairs 26th July 2024

নিচে Bengali Current Affairs 26th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুলাই 2024 | Bengali Current Affairs 26th July 2024


1.আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ঘোষণা অনুযায়ী 2030 শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সে।

2.প্যারিসের Grevin Museum প্রথম বলিউড অভিনেতা হিসেবে শাহরুখ খানকে গোল্ড কয়েনে সম্মানিত করলো।

3.তেলেঙ্গানা সরকার সম্প্রতি যক্ষ্মা-মুক্ত মডেল 'Project Swasthya Nagaram' লঞ্চ করলো।

4.পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস আটকাতে অ্যান্টি-পেপার লিক বিল পাশ করালো বিহার।

5.মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে আজিঙ্ক নায়েক কে নির্বাচিত করা হলো।

6.কিউরেটর এবং লেখক Rahaab Allana কে French Arts and Letters Insignia -এ সম্মানিত করলো ফ্রেঞ্চ সরকার।

7.FAO রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 2020 তে ভারতে 266,000 হেক্টর অরণ্য বৃদ্ধি পেয়েছে, এই তালিকায় শীর্ষে রয়েছে চীন।

8.US সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে Ronald L. Rowe Jr. কে নিযুক্ত করা হলো।

9.United Nations Relief and Works Agency for Palestinian Refugees (UNRWA) কে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে ঘোষণার জন্য ইজরায়েলের পার্লামেন্টে বিল পাশ হলো।

10.এস্টোনিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Kristen Michal.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুলাই 2024

1.USA এর সল্ট লেক সিটি 2034 সালে শীতকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস হোস্ট করতে চলেছে।

2.IIT Roorkee এবং IIT Mandir এর সাথে চুক্তি স্বাক্ষর করলো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT).

3.গত 25 শে জুলাই World Drowning Prevention Day পালিত হলো।

4.ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর ফেজ - II এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO.

5.অস্ট্রেলিয়ান চালক Oscar Piastri সম্প্রতি হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলো।

6.স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) সম্প্রতি গ্রীন ক্লাইমেট ফান্ড থেকে $215 M অর্থের ফান্ডের মান্যতা পেলো।

7.ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে Manolo Marquez কে নিযুক্ত করা হলো।

8.'Pilot Hybrid Court' উদ্বোধনের মাধ্যমে আর্টিফিসিয়াল টেকনোলজিকে স্বাগত জানালো দিল্লী কোর্ট।

9.ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজকে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হলো।

10.ভারতের প্রথম H125 হেলিকপ্টার তৈরির জন্য Airbus এবং Tata জোটবদ্ধ হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.