অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুলাই 2024 | Bengali Current Affairs 25th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 25th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুলাই 2024 | Bengali Current Affairs 25th July 2024

নিচে Bengali Current Affairs 25th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুলাই 2024 | Bengali Current Affairs 25th July 2024

1.ইনস্টিটিউট অফ কষ্ট একাউন্টস অফ ইন্ডিয়া (ICMAI) এর নতুন সভাপতি হিসেবে বিভূতি ভূষণ নায়েক কে নিযুক্ত করা হলো।

2.ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড তৈরির কথা ঘোষণা করল COP29 এর হোস্ট দেশ Azerbaijan.

3.হেনলি পাসপোর্ট ইনডেক্সে 2024 অনুযায়ী ভারত 82 তম স্থান অধিকার করলো, শীর্ষে সিঙ্গাপুর।

4.বিখ্যাত অর্থনীতিবিদ C.T. Kurien সম্প্রতি 93 বছর বয়সে প্রয়াত হলেন।

5.প্রতি বছর 24 শে জুলাই জাতীয় আয়কর দিবস পালন করা হয়।

6.NTPC Vidyut Vyapar নিগম লিমিটেড হরিয়ানাতে গ্রীন চারকোল প্লান্ট স্থাপন করতে চলেছে।

7.সৌদি আরবে প্রথমবার আয়োজিত Olympic Esports Games 2025 এর আসর বসতে চলেছে বলে ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

8.ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী দেশের 21.71% জায়গা জুড়ে অরণ্য অবস্থান করছে।

9.ফেডারেল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে KV Subramanian কে নিযুক্ত করা হলো।

10.বিশ্বের প্রথম কার্বন ফাইবার দ্বারা নির্মিত হাই-স্পিড যাত্রীবাহী ট্রেন লঞ্চ করলো চীন।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.