বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুলাই 2024 | Bengali Current Affairs 24th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 24th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুলাই 2024 | Bengali Current Affairs 24th July 2024

নিচে Bengali Current Affairs 24th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুলাই 2024 | Bengali Current Affairs 24th July 2024


1.প্যারিস অলিম্পিক 2024 এর পর ভারতীয় হকি দলের গোলকিপার PR Sreejesh অবসর গ্রহণ করতে চলেছেন।

2.প্রতি বছর 22 থেকে 28 শে জুলাই পর্যন্ত শিক্ষা সপ্তাহ পালন করা হয়।

3.UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে $1 মিলিয়ন অনুদানের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.অলিম্পিক গোল্ড মেডেলিস্ট অভিনব বিন্দ্রা কে সম্মানীয় অলিম্পিক অর্ডারে সম্মানিত করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

5.আসামের Charaideo Maidam কে উত্তর-পূর্ব ভারতের প্রথম UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হলো। 

6.গত 22 শে জুলাই India's National Flag দিবস পালন করা হলো, এছাড়া এই দিনটিতে জাতীয় আম দিবস পালিত হলো।

7.মেঘালয় সরকার রাজ্যের নিজস্ব OTT প্লাটফর্ম 'Hello Meghalaya' লঞ্চ করলো।

8.গ্লোবাল সাউথে ইনোভেশন বুস্ট করার জন্য অটল ইনোভেশন মিশন (AIM) এবং ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) জোটবদ্ধ হলো।

9.IndusInd Bank সম্প্রতি Inspire Institute Of Sport এর সাথে জোটবদ্ধ হয়ে 'Wrestle for Glory' প্রোগ্রাম লঞ্চ করলো।

10.প্রতি বছর 23 শে জুলাই জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয়।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.