বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুলাই 2024 | Bengali Current Affairs 23rd July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 23rd July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুলাই 2024 | Bengali Current Affairs 23rd July 2024

নিচে Bengali Current Affairs 23rd July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুলাই 2024 | Bengali Current Affairs 23rd July 2024


1.PwC India -এর চেয়ারপার্সন পদে দ্বিতীয় বারের জন্য সঞ্জীব কৃষ্ণান কে নির্বাচিত করা হলো।

2.গুজরাট সরকার শ্রমিকদের জন্য সম্প্রতি Shramik Basera স্কিম চালু করলো।

3.মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA) 'Utkrishtata ki Ore Badhte Kadam' নামক ইভেন্টের আয়োজন করলো।

4.7ম অ্যাপেক্স লেভেল নারকো-কোঅর্ডিনেশন সেন্টার (NCORD) মিটিংয়ের সভাপতিত্ব করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

5.কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি Bhusanket ওয়েব পোর্টাল এবং Bhooskhalan মোবাইল App লঞ্চ করলেন।

6.MSME লোনের অফার প্রদানের জন্য Arka Fincap এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কো-লেন্ডিং পার্টনারশিপ গড়ে তুললো।

7.ভারতে MotoGp এর জন্য ক্রিকেটার শিখর ধবনকে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Eurosmart.

8.দক্ষিণ এশিয়ার জন্য সাব-রিজিওনাল প্রতিনিধি হিসেবে ভারতের প্রথম মহিলা প্যারালিম্পিক মেডেলিস্ট দীপা মালিককে নিযুক্ত করলো এশিয়ান প্যারালিম্পিক কমিটি।

9.ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি Nguyen Phu Trong সম্প্রতি 80 বছর বয়সে প্রয়াত হলেন 

10.পরিবেশ এবং কালচারাল হেরিটেজকে বুস্ট করতে উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি Upovan যোজনা এবং Heritage Tree Adoption যোজনা নামক দুটি স্কিম লঞ্চ করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.