বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুলাই 2024 | Bengali Current Affairs 22nd July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 22nd July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুলাই 2024 | Bengali Current Affairs 22nd July 2024

নিচে Bengali Current Affairs 22nd July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুলাই 2024 | Bengali Current Affairs 22nd July 2024


1.সিডনিতে সুপার কিংস একাডেমি স্থাপন করলো চেন্নাই সুপার কিংস (CSK).

2.মহিলা এশিয়া কাপের 9ম সংস্করণ 2024 শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে।

3.ভারতীয় মহাকাশ বিজ্ঞানী প্রল্লাদ চন্দ্র আগারওয়াল কে  Harrie Massey আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

4.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট 'Thane Borivali Twin Tunnel' -এর উদ্বোধন করলেন।

5.সদ্য প্রকাশিত FIFA Rankings অনুযায়ী ভারত 124 তম স্থান ধরে রাখলো।

6.নতুন সেশনের জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি গঠন করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা।

7.AIFF আওয়ার্ড 2024 এ পুরুষ প্লেয়ার অফ দি ইয়ার হলেন Lallianzuala Chhangte এবং মহিলা প্লেয়ার অফ দি ইয়ার হলেন Indumathi Kathiresan.

8.ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2024 এ Guest of Honour হতে চলেছেন বিখ্যাত অভিনেতা রাম চরণ।

9.নোবেল পুরস্কার প্রাপ্ত Rigoberta Menchú Tum কে সম্মানীয় গান্ধী ম্যান্ডেলা আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

10.গত 20 ই জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হলো, এছাড়া এই দিনটিতে International Moon Day পালিত হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.