অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুলাই 2024 | Bengali Current Affairs 18th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 18th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুলাই 2024 | Bengali Current Affairs 18th July 2024

নিচে Bengali Current Affairs 18th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুলাই 2024 | Bengali Current Affairs 18th July 2024

1.ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে Roberta Metsola কে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করা হলো।

2.মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি -এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোজ সৌনিক কে নিযুক্ত করা হলো।

3.এশিয়ার প্রথম হেল্থ রিসার্চ "Pre-Clinical Network Facility" ফরিদাবাদে উদ্বোধন করা হলো।

4.Rwandan এর 2024 রাষ্ট্রপতি নির্বাচন জিতে দায়িত্ব নিতে চলেছেন Paul Kagame.

5.2024-25 বর্ষের জন্য ভারতের GDP গ্রোথ নির্ধারণ বাড়িয়ে 7% করলো IMF.

6.24 ঘন্টার মধ্যে 11 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করে নতুন গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো ইন্দোর।

7.অগ্নিবীরদের জন্য 10% চাকরিতে সংরক্ষণ এবং ₹60,000 সাবসিডির ঘোষণা করল হরিয়ানা সরকার।

8.সম্প্রতি উত্তরাখণ্ডে Harela উৎসব উদযাপন শুরু হলো।

9.কাজাখস্তানে অনুষ্ঠিত 35 তম ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড 2024 -এ ভারতের একজন স্টুডেন্ট গোল্ড এবং তিনজন সিলভার মেডেল জিতলো।

10.বিচারপতি N Kotiswar Singh এবং বিচারপতি R Mahadevan কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.