অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুলাই 2024 | Bengali Current Affairs 17th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 17th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুলাই 2024 | Bengali Current Affairs 17th July 2024

নিচে Bengali Current Affairs 17th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুলাই 2024 | Bengali Current Affairs 17th July 2024

1.প্রথম জাতীয় টোল-ফ্রি অ্যান্টি-নারকোটিক্স হেল্পলাইন '1933' লঞ্চ করলো ভারত।

2.অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ সফলভাবে 'Saushrutam 2024' হোস্ট করলো।

3.বায়োটেকনোলজি রিসার্চ এন্ড ইনোভেশন কাউন্সিল (BRIC) - THSTI সম্প্রতি SYNCHN 2024 নামক ইন্ডাস্ট্রি মিট হোস্ট করলো।

4.প্রথমবার UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং হোস্ট করছে ভারত।

5.45 তম সায়েন্টিফিক এসেম্বলি অফ দি কমিটি অন স্পেস রিসার্চ দক্ষিণ কোরিয়ার বুসানে সম্পন্ন হলো।

6.মধ্যপ্রদেশের 55 টি জেলায় 'PM College Of Excellence' -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.দেরাদুনে রাজ্যের প্রথম পাখি গ্যালারি চালু করলো উত্তরাখন্ড সরকারের বন দপ্তর।

8.সিনিয়র IPS অফিসার রাজীব কুমারকে পশ্চিমবঙ্গের DGP পদে পুনর্বহাল রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

9.বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ইলেকট্রিক Abra এর ট্রায়াল যাত্রা দুবাইতে শুরু হলো।

10.সিভিল এভিয়েশনের উপর দ্বিতীয় এশিয়া প্যাসিফিক মিনিস্টারিয়াল কনফারেন্স ভারত হোস্ট করতে চলেছে।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.