বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 16th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 16th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th জুলাই 2024 | Bengali Current Affairs 16th July 2024
1.'Hamara Samvidhan Hamara Samman’ এর দ্বিতীয় রিজিওনাল ইভেন্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে।
2.ট্রান্সজেন্ডার Manvi Madhu সহ আরো দুজন ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব বিহার পুলিশের সাব-ইন্সপেক্টর হয়ে ইতিহাস গড়লো।
3.জিও ফিনান্সিয়াল সার্ভিসকে মুখ্য ইনভেস্টমেন্ট কোম্পানি হওয়ার মান্যতা দিলো RBI.
4.পেটিএম পেমেন্টস ব্যাংক অরুণ বানসাল কে সংস্থার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো।
5.100 মিলিয়ন ফলোয়ারেরও বেশি ফলোয়ার সহ X -এ Most Followed গ্লোবাল লিডারের তকমা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6.কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে এই নিয়ে পরপর দুবার কোপা আমেরিকা কাপ জিতলো আর্জেন্টিনা।
7.ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে Robert J Ravi কে নিযুক্ত করলো ভারত সরকার।
8.ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে এই নিয়ে চতুর্থবার ইউরো কাপ 2024 জিতলো স্পেন।
9.নোভাক জোকোভিচ কে হারিয়ে উইম্বলডন 2024 খেতাব জিতলেন Carlos Alcaraz, মহিলাদের একক বিভাগে এই খেতাব জিতলেন Barbora Krejčíková.
10.ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অফ লেজেন্ডস 2024 খেতাব জয় করলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।
Also Read:
Please do not share any spam link in the comment box