অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুলাই 2024 | Bengali Current Affairs 15th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 15th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুলাই 2024 | Bengali Current Affairs 15th July 2024

নিচে Bengali Current Affairs 15th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুলাই 2024 | Bengali Current Affairs 15th July 2024

1.ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

2. ভারতের প্রথম রাজ্য হিসেবে People's Biodiversity Register (PBR) প্রকাশ করল কেরল।

3.IUCN এর লাল তালিকায় Ibiza Wall Lizard কে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

4.সমস্ত মিস্ট্রাল AI মডেলের জন্য BNP Paribas এবং Mistral AI চুক্তি স্বাক্ষর করলো।

5.16 তম অর্থ কমিশন 5 সদস্যের একটি অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করলো, এটির দায়িত্বে থাকছেন পুনম গুপ্ত।

6.ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের (NTEP) মুখ্য উপদেষ্টা হিসেবে বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনকে নিযুক্ত করা হলো।

7.Best State in Horticulture আওয়ার্ড 2024 জিতলো নাগাল্যান্ড।

8.আন্তর্জাতিক মনেটারি ফান্ড (IMF) এবং পাকিস্তানের মধ্যে $7 বিলিয়ন লোন প্রোগ্রাম স্বাক্ষরিত হলো।

9.স্টার্টআপের জন্য 750 কোটি অর্থের Agri-SURE ফান্ড লঞ্চ করলো NABARD.

10.Biodiversity Beyond National Jurisdiction এগ্রিমেন্টের মান্যতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.