অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুলাই 2024 | Bengali Current Affairs 14th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 14th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুলাই 2024 | Bengali Current Affairs 14th July 2024

নিচে Bengali Current Affairs 14th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুলাই 2024 | Bengali Current Affairs 14th July 2024

1.শারীরিকভাবে অক্ষম স্টুডেন্টদের জন্য ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় রাঁচিতে গড়ে তুলতে চলেছে ঝাড়খন্ড সরকার।

2.উত্তরপ্রদেশ আম উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

3.হিন্দু, বৌদ্ধ ও জৈন স্টাডির জন্য নতুন সেন্টার চালু করতে চলেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU).

4.অন্ধ্রপ্রদেশ কমিউনিটি পরিচালিত ন্যাচারাল ফার্মিং প্রোগ্রামকে Gulbenkian Prize for Humanity 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5.লাহোর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি Aalia Neelum.

6.প্রথম ধাপে 5000 চাকরি দেওয়ার জন্য IT Saksham Yuva স্কিমের মান্যতা দিলো হরিয়ানা মন্ত্রী পরিষদ।

7.ভারত সরকার খুব শীঘ্রই 'Agri Fund for Start-Ups & Rural Enterprises' লঞ্চ করতে চলেছে।

8.প্রতি বছর 12 ই জুলাই বিশ্ব Malala Day পালন করা হয়।

9.তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত অধ্যাপক K. Chockalingam কে Hans von Hentig আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

10.বিহারের পূর্ব চম্পারণ জেলায় বিশ্বের বৃহত্তম রামায়ন মন্দির নির্মাণের কাজ শুরু হলো, এটির দৈর্ঘ্য 1080 ফুট এবং উচ্চতা 270 ফুট হতে চলেছে।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.