বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 13th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 13th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুলাই 2024 | Bengali Current Affairs 13th July 2024
1.কাউন্সিল অফ দি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর 132 তম সভাতে ভারতীয় দলের নেতৃত্ব দিলেন T. K. Ramachandaran.
2.মেডিক্যাল ডিভাইস তথ্যের জন্য MeDevIS নামক প্লাটফর্ম লঞ্চ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).
3.Raksha Rajya মন্ত্রী সঞ্জয় শেঠ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্সে GRSE Accelerated Innovation Nurturing Scheme (GAINS 2024) লঞ্চ করলেন।
4.পছন্দের FPI Destinations তালিকায় মরিশাস কে টপকে গেল আয়ারল্যান্ড।
5.কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড সম্প্রতি BSE PSU Index ফান্ড লঞ্চ করলো।
6.ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটি বাড়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 'Safety Ring' সিকিউরিটি ফিচার লঞ্চ করলো।
7.প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের পার্টনার হলো PUMA India.
8.রয়াল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স দ্বারা আয়োজিত Pitch Black 2024 অনুশীলনে ভারতীয় বায়ুসেনা অংশগ্রহণ করলো।
9.মরোক্কোতে অনুষ্টিত মৃত্তিকার উপর আন্তর্জাতিক কনফারেন্সে নতুন ওয়ার্ল্ড সয়েল হেল্থ ইনডেক্সের ঘোষণা করল UNESCO.
10.এবার থেকে 25 শে জুন 'Samvidhaan Hatya Diwas' পালন করবে বলে ঠিক করলো কেন্দ্রীয় সরকার।
Also Read:
Please do not share any spam link in the comment box