বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 11th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Bengali Current Affairs 11th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুলাই 2024 | Bengali Current Affairs 11th July 2024
1.শ্রীনগরে 'Grow with the Trees' নামক প্লান্টেশন ড্রাইভ -এর আয়োজন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF).
2.Haj কমিটিকে এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্ট্রি থেকে সরিয়ে মাইনোরিটি আফফায়ার্স মিনিস্ট্রিতে অন্তর্ভুক্ত করলো কেন্দ্রীয় সরকার।
3.16 তম অর্থ কমিশন 5 সদস্যের একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করলো যার মুখ্য দায়িত্বে থাকবেন Poonam Gupta.
4.উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে গোবিন্দ সিং -কে পুনরায় নিযুক্ত করা হলো।
5.প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতের Chef-De-Mission হিসেবে গগন নারাঙ কে পুনরায় নিযুক্ত করা হলো।
6.রুরাল লাইভলিহুড জেনারেশনের জন্য CSIR এবং MSSRF চুক্তি স্বাক্ষর করলো।
7.কাজাখস্তানে অনুষ্ঠিত 'Birlestik-2024' নামক যৌথ মিলিটারি অনুশীলনে আজারবাইজান সেনাবাহিনী অংশগ্রহণ করলো।
8.উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'Mitra Van' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন।
9.রাশিয়ার সেন্ট পিটার্সবাগে অনুষ্ঠিত হতে চলা 10ম BRICS পার্লামেন্টরি ফোরামে ভারতের নেতৃত্ব দিতে চলেছেন লোকসভা স্পিকার ওম বিড়লা।
10.প্যারিস অলিম্পিক 2024 এত জন্য ভারতের পতাকা বহনকারী হতে চলেছেন পি ভি সিন্ধু এবং শরৎ কমল।
Also Read:
Please do not share any spam link in the comment box