অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুলাই 2024 | Bengali Current Affairs 10th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 10th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুলাই 2024 | Bengali Current Affairs 10th July 2024

নিচে Bengali Current Affairs 10th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুলাই 2024 | Bengali Current Affairs 10th July 2024

1.কর্পোরেট ভারতের জন্য AI Audit টুল তৈরির জন্য ICAI এবং MeitY জোটবদ্ধ হলো।

2.আগামী অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার অনুশীলন হোস্ট করতে চলেছে ভারত।

3.উত্তর প্রদেশে 'Ghar Ghar Solar' ইনিশিয়েটিভ লঞ্চ করলো টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড।

4.জেনারেটিভ AI ইনোভেশনে ভারত পঞ্চম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে চীন।

5.ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিযুক্ত করা হলো।

6.Dal Khalsa প্রতিষ্ঠাতা Gajinder Singh Khalsa সম্প্রতি 74 বছর বয়সে প্রয়াত হলেন।

7.সংযুক্ত রাজ্যের (UK) ইতিহাসে প্রথমবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Rachel Reeves.

8.শ্রেষ্ঠ এগ্রিকালচার স্টেট আওয়ার্ড ফর 2024 জিতলো মহারাষ্ট্র।

9.এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়রা দুটি খেতাব জয় করলো।

10.HCLTech -এর চেয়ারপার্সন Roshni Nadar Malhotra কে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Chevalier de la Légion d'Honneur' -এ সম্মানিত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.