750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bangla GK Questions and Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF. নিচে Bangla GK Questions and Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। 750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
আজ 750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ Bangla GK Questions and Answers রয়েছে। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর বিভিন্ন Competitive Exam যেমন- WBCS, PSC, ICDS, Police Constable, Fire Operators, Railway Group D, NTPC, Clerkship সহ অন্যান্য পরীক্ষা গুলির প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে বিশেষভাবে।
750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF | Bangla GK Questions and Answers PDF
Q. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
Q. “রাখীবন্ধন” উৎসবের উদ্যোক্তা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।
Q. কাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয় ?
উত্তরঃ ডুয়ার্স।
Q. কপালকুণ্ডলা উপন্যাসটি কে রচনা করেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
Q. মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ নেপাল ।
Q. ভারতের গোলাপি শহর কাকে বলে ?
উত্তরঃ জয়পুর।
Q. অর্জুন পুরস্কার কত সালে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯৬১ সাল।
Q. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” – এটি কার উক্তি ?
উত্তরঃ ক্লোচেন ।
Q. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ পণ্ডিত জওহরলাল নেহেরু ।
Q. শকাব্দের প্রবর্তক কে?
উত্তরঃ কনিষ্ক ।
Q. প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন?
উত্তরঃ বাচেন্দ্রী পাল ।
Q. মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত?
উত্তরঃ সগরমাথা ।
Q. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
উত্তরঃ মেধা পাটকর।
Q. শের-ই-বাংলা কাকে বলা হয় ?
উত্তরঃ ফজলুল হক।
Q. তিতুমিরের প্রকৃত নাম কি ছিল ?
উত্তরঃ সৈয়দ মীর নাসের আলী।
Q. গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন ।
Q. “Back to Vedas” এই স্লোগান কে প্রবর্তন করেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী ।
Q. NASA- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন ডি.সি. ।
Q. ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে ?
উত্তরঃ ২০ টাকার নোটে (নতুন) ।
Q. ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ আগরতলা ।
Q. “বেলা অবেলা কালবেলা” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
Q. নাটুয়া কোন রাজ্যের নৃত্য?
উত্তরঃ বিহার ।
Q. রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশ নায়ক আখ্যা দেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসুকে ।
Q. জাপানের সংসদ কী নামে পরিচিত?
উত্তরঃ ডায়েট ।
Q. ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
উত্তরঃ বরাহগিরি ভেঙ্কট গিরি ।
Q. সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর।
Q. কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না ?
উত্তরঃ আসাম।
Q. মান্ডভী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে।
Q. কোন শহরকে পৃথিবীর 'রাসায়নিক রাজধানী' বলা হয়?
উত্তরঃ উইলসিংটন ।
Q. কোন প্রাচীন গ্রন্থটি পঞ্চম বেদ নামেও পরিচিত?
উত্তরঃ মহাভারত ।
Q. ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে ?
উত্তরঃ ড: এ.পি.জে আব্দুল কালাম ।
Q. ভারতে পণ্য ও পরিষেবা কর(GST) চালু হয়েছিল কবে?
উত্তরঃ ২০১৭ সালের ১লা জুলাই ।
Q. সিদি বশির মসজিদ স্মৃতিস্তম্ভ কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ আহমেদাবাদ ।
Q. “হংস দময়ন্তী” ছবিটি কে এঁকেছিলেন ?
উত্তরঃ রাজা রবি বর্মা ।
Q. বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা?
উত্তরঃ কলকাতা।
Q. বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।
Q. পরগনা শব্দটি এসেছে কোথা থেকে?
উত্তরঃ ফরাসি শব্দ থেকে।
Q. কোন ভাইসরয় কে “উজ্জ্বল বিফলতা” বলা হয় ?
উত্তরঃ লর্ড লিটন ।
Q. কোন গভর্ণর জেনারেলের আমলে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয় ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ ।
Q. লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল ?
উত্তরঃ লর্ড রিপন ।
Download 750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF
File Details:-
File Name:- 750+ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর PDF [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Click Here to Download
Please do not share any spam link in the comment box