প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুন 2024 | Today Current Affairs In Bengali 6th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 6th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুন 2024 | Today Current Affairs In Bengali 6th June 2024

নিচে Today Current Affairs In Bengali 6th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুন 2024 | Today Current Affairs In Bengali 6th June 2024


1.বিশ্বের প্রথম EV ব্যাটারি পাসপোর্ট ইস্যু করতে চলেছে Volvo Cars.

2.কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিষ্ট্রেশন (KASA) নামক ন্যাশনাল স্পেস এজেন্সি স্থাপন করলো দক্ষিন কোরিয়া।

3.অ্যারোডায়নামিক ডিজাইন এবং বিশ্লেষণের জন্য PraVaHa নামক সফটওয়্যার তৈরি করলো DRDO.

4.কোম্পানির নেক্সট-জেনারেশন AI চিপ প্লাটফর্ম Rubin এর উন্মোচন করলো Nvidia.

5.বায়ু দূষণের বিরুদ্ধে লড়তে হরিয়ানা সরকার 10,000 কোটি টাকার প্রজেক্ট ফান্ডের ঘোষণা করলো।

6.চীনের সহায়তায় PAKSAT MM1 নামক স্যাটেলাইট লঞ্চ করলো পাকিস্তান।

7.ICICI ব্যাংকের সাথে মিলে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করলো Adani One.

8.Boeing এবং NASA জোটবদ্ধ হয়ে স্টারলাইনার স্পেসক্রাফটের প্রথম crewed flight টেস্ট লঞ্চ করতে চলেছে।

9.প্রতি বছরের মতো এবছরের 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, এবছরের থিম - 'Land restoration, desertification, and drought resilience'.

10.লিভিংস্টোনে পাঁচ সদস্য দেশের প্রধানদের নিয়ে KAZA 2024 Heads of State সামিট অনুষ্ঠিত হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.