প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুন 2024 | Today Current Affairs In Bengali 29th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুন 2024 | Today Current Affairs In Bengali 29th June 2024

নিচে Today Current Affairs In Bengali 29th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুন 2024 | Today Current Affairs In Bengali 29th June 2024


1.রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) ডিরেক্টর জেনারেল মনোজ যাদব সম্প্রতি Sangyaan অ্যাপ লঞ্চ করলেন।

2.প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে নিযুক্ত করা হলো।

3.Gassy Cattle এর উপর বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ট্যাক্স চালু করতে চলেছে ডেনমার্ক।

4.প্রতিবছর 28 শে জুন জাতীয় ইসুরেন্স সচেতনতা দিবস পালন করা হয়।

5.দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান তাদের প্রথম ত্রিপাক্ষিক মাল্টি-ডোমেন অনুশীলন শুরু করলো।

6.26 বছর বয়সী মুম্বইয়ের লেখক সঞ্জনা  ঠাকুর 2024 কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ জিতলেন।

7.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) -এর পরবর্তী সেক্রেটারি জেনারেল পদে Mark Rutte কে নিযুক্ত করা হলো।

8.রাজ্যের নাম কেরল থেকে পরিবর্তন করে কেরলম করার জন্য রেজোলিউশন পাশ করলো কেরল লেজিসলেটিভ অ্যাসেম্বলি।

9.অনুর্দ্ধ - 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারত 11 টি মেডেল (সোনা - 4, সিলভার - 2 এবং ব্রোঞ্জ - 5) জিতলো।

10.ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন হিসেবে জয়পুর মিলিটারি স্টেশন -এ প্লাস্টিক বর্জ্য নির্মিত রাস্তা তৈরি করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.