অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুন 2024 | Sports Current Affairs 27th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Sports Current Affairs 27th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুন 2024 | Sports Current Affairs 27th June 2024

নিচে Sports Current Affairs 27th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুন 2024 | Sports Current Affairs 27th June 2024


1.বর্ষার প্রস্তুতির জন্য মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স 'Safai Apnao, Bimaari Bhagao' (SABB) ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

2.2025 অর্থবর্ষে 200 টির অধিক নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক।

3.ঝাড়খণ্ডে ভারতের প্রথম কয়লা গ্যাসিফিকেশন পাইলট প্রজেক্ট লঞ্চ করা হলো।

4.শ্রীনগরকে চতুর্থ ভারতীয় World Craft City' -এর তকমা দিলো ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল।

5.টি-20 বিশ্বকাপ 2024 -এ পরপর দুটি ম্যাচে হ্যাট্রিক নিয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স।

6.প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে পরপর দুটি এক দিবসীয় ম্যাচে সেঞ্চুরি করলেন স্মৃতি মন্দনা।

7.রাজ্য সভার লিডার অফ হাউস পদে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে নিযুক্ত করা হলো।

8.লোক সভার অধ্যক্ষ হিসেবে ওম বিড়লাকে পুনরায় নির্বাচিত করা হলো।

9.প্রতি বছর 26 শে জুন International Day Against Drug Abuse and Illicit Trafficking পালন করা হয়।

10.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.