প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Recent Current Affairs 22nd June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Recent Current Affairs 22nd June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুন 2024 | Recent Current Affairs 22nd June 2024
1.প্রতি বছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, এবছরের থিম - "Yoga for Self and Society".
2.HaRBInger 2024 হ্যাকথনের জন্য APIX এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক জোটবদ্ধ হলো।
3.T20 বিশ্বকাপ 2024 এর প্রথম হ্যাট্রিক নিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
4.'The Hunger Games’ বিখ্যাত অভিনেতা Donald Sutherland 88 বছর বয়সে প্রয়াত হলেন।
5.দুই দেশের সিকিউরিটি সহযোগিতা বাড়াতে ভারত এবং শ্রীলঙ্কা মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার কমিশন করলো।
6.বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক এয়ারপোর্ট গড়ে তোলার মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
7.সম্প্রতি SabPaisa কে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্সের মান্যতা দিলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).
8.সাইবারস্পেস অপারেশনের জন্য জয়েন্ট ডকট্রিন প্রকাশ করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।
9.ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর ডিরেক্টর (এন্টারপ্রাইজ) পদে Sudhakararao Papa কে নিযুক্ত করা হলো।
10.মাইশুরু তে ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 এর উদ্বোধন করলেন কর্ণাটকের রাজ্যপাল Thaawarchand Gehlot.
Also Read:
Please do not share any spam link in the comment box