অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুন 2024 | One Liner Current Affairs 26th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুন 2024 | One Liner Current Affairs 26th June 2024

নিচে One Liner Current Affairs 26th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুন 2024 | One Liner Current Affairs 26th June 2024


1.নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে Girija Subramanian কে নিযুক্ত করা হলো।

2.HDFC ERGO জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অনুজ ত্যাগীকে নিযুক্ত করা হলো।

3.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.8% -এ নির্ধারণ স্থির রাখলো S&P Global Ratings.

4.মহারাষ্ট্রের রাজ্যপাল Shri Ramesh Bais নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Gateways to the Sea'.

5.তীরন্দাজী বিশ্বকাপ 2024 Stage 3 তে দুটি ব্রোঞ্জ পদক জিতলেন Dhiraj Bommadevara.

6.প্রতিবছর 25 শে জুন International Day of the Seafarer পালন করা হয়।

7.বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200 টি ছয় মেরে নজির গড়লেন রোহিত শর্মা।

8.আর্মি স্টাফের পরবর্তী ভাইস-চিফ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লিউটেন্যান্ট জেনারেল NS Raja Subramani.

9.রাজ্যের সমস্ত জেলায় One P.M College Of Excellence গড়ে তোলার অনুমোদন দিলো মধ্যপ্রদেশ সরকার।

10.সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং "One Week One Theme" (OWOT) ক্যাম্পেইন লঞ্চ করলেন।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.