অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2024 | Next Exam Current Affairs 24th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Next Exam Current Affairs 24th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2024 | Next Exam Current Affairs 24th June 2024

নিচে Next Exam Current Affairs 24th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2024 | Next Exam Current Affairs 24th June 2024


1.প্রতিবছর 24 শে জুন International Widows' Day পালিত হয়।

2.ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইনডেক্স 2024 অনুযায়ী 63 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইডেন।

3.ফিনান্সিয়াল সেক্টরে ভারতের সাইবার সিকিউরিটি বাড়াতে CERT-In এবং মাস্টারকার্ড ইন্ডিয়া চুক্তি স্বাক্ষর করলো।

4.ট্রাভেল এবং ট্যুরিজম স্টককে ট্র্যাক করার জন্য NSE সম্প্রতি Nifty Tourism ইনডেক্স লঞ্চ করলো।

5.অপর্যাপ্ত মূলধনের জন্য সিটি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো RBI.

6.একটানা তিনবারের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক এডমিনিষ্ট্রেশন (IIPA) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং।

7.গ্র্যান্ডমাস্টার Arjun Erigaisi সম্প্রতি Stepan Avagyan Memorial RR ট্যুর্নামেন্ট 2024 জিতলেন।

8.কলেজে ভর্তির জন্য রাজ্যে প্রথমবার সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকার।

9.ইমার্জিং স্কিলের সাথে ভারতে কৃষিক্ষেত্রকে গতি প্রদান করতে অস্ট্রেলিয়া সরকারের সাথে জোটবদ্ধ হলো MSDE.

10.ফেডারেল ব্যাংক এবং NPCI জোটবদ্ধ ভাবে UPI চালিত লেনদেনের মাধ্যমে RuPay Wave ক্রেডিট কার্ড লঞ্চ করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.