অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2024 | Monthly Bangla Current Affairs June 2024 PDF

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Monthly Bangla Current Affairs June 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2024 | Monthly Bangla Current Affairs June 2024 PDF

নিচে Monthly Bangla Current Affairs June 2024 PDF যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News



জানুয়ারি 2024 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি


আরও ডাউনলোড করুন:





প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুন 2024

1.ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড Microchip Imager তৈরি করার জন্য TCS এবং IIT বোম্বে জোটবদ্ধ হলো।

2.রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ডিফেন্স শক্তিশালী করতে দুটি অতিউন্নত র‍্যাডার প্লেন প্রদান করতে চলেছে সুইডেন।

3.ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথের (WOAH) এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন Emmanuelle Soubeyran.

4.শুক্রগ্রহের বুকে অগ্ন্যুৎপাতের মত ঘটনার আবিষ্কার করলো NASA এর Magellan Mission.

5.স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে রাকেশ রঞ্জনকে নিযুক্ত করা হলো।

6.বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্পেস রকেট ইঞ্জিন লঞ্চ করলো চেন্নাইয়ে অবস্থিত স্টার্টআপ Agnikul Cosmos.

7.প্রতি বছর 31 শে মে World No Tobacco দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Protecting children from tobacco industry interference'.

8.আলাস্কাতে অনুষ্ঠিত 'Red Flag 24' অনুশীলনে অংশগ্রহণ করলো ভারতীয় এয়ার ফোর্স (IAF).

9.Muthoot Pappachan Group এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিযুক্ত করা হলো।

10.ICICI Prudential এর বোর্ড চেয়ারম্যান হিসেবে সন্দীপ বাত্রাকে নিযুক্ত করার মান্যতা দিলো IRDAI.


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুন 2024

1.Wipro 3D এবং ISRO ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের জন্য যৌথভাবে 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষণ করলো।

2.তানজানিয়া পোর্ট টার্মিনালের সাথে 30 বছরের জন্য চুক্তি করলো আদানি পোর্টস এন্ড স্পেশ্যাল ইকোনমিক জোন (APSEZ).

3.ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য SBM Bank কে 88.70 লক্ষ টাকা ফাইন করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক।

4.Axis ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে NFC Soundbox লঞ্চ করলো।

5.উজবেকিস্তানে মধ্য-এশিয়ার প্রথম নিউক্লিয়ার প্লান্ট স্থাপনের জন্য রাশিয়া এবং উজবেকিস্তান নিউক্লিও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো।

6.প্রতি বছর 1 লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'celebrating the vital role dairy plays in delivering quality nutrition to nourish the world'.

7.স্কুলের টেক্সটবুকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স লার্নিং এর সূচনা করলো কেরল সরকার।

8.ওয়ার্ল্ড বক্সিং (WB) সংগঠনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলো বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI).

9.Scripps National Spelling Bee তে জয়ী হলো 12 বছর বয়সী ভারতীয়-আমেরিকান Bruhat Soma.

10.ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ এন্ড নিউরো সায়েন্সেস (NIMHANS) কে হেল্থ প্রোমোশনের জন্য সম্মানীয় নেলসন ম্যান্ডেলা আওয়ার্ড -এ পুরস্কৃত করা হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুন 2024

1.Tobacco Control এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে নিযুক্ত করা হলো।

2.TIME প্রকাশিত বিশ্বের 100 টি সবথেকে প্রভাবশালী কোম্পানির তালিকায় ভারতের রিলায়েন্স এবং টাটা গ্রুপ স্থান পেলো।

3.FEMA লঙ্ঘনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক HSBC ব্যাংকের উপর 36.38 লক্ষ টাকা ফাইন চাপালো।

4.ভারতীয় শাখার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে গৌরব ব্যানার্জীকে নিযুক্ত করলো Sony.

5.NSE Indices ভারতের প্রথম EV ইনডেক্স 'Nifty EV and New Age Automative Index' লঞ্চ করলো।

6.Tata AIA লাইফ ইন্সুরেন্স এর সাথে ব্যাংক-ইন্সুরেন্স পার্টনারশিপ করলো ফেডারেল ব্যাংক।

7.কমন সার্ভিস সেন্টারের (CSC) মাধ্যমে eMigrate সার্ভিস প্রদান করতে MEA, MeitY এবং CSC eGovernance চুক্তি স্বাক্ষর করলো।

8.IIT কানপুর এবং DRDO যৌথভাবে ডিফেন্স টেকনোলজিতে সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন করলো।

9.THE Asia ইউনিভার্সিটি সুচী 2024 অনুযায়ী চীনের Tsinghua বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অধিকার করলো, ভারতের IISc ব্যাঙ্গালোর 32 তম।

10.ফুড এবং অ্যাগ্রো ভিত্তিক শিল্পকে আর্থিক সাহায্য করতে ব্যাংক অফ মহারাষ্ট্র Maha Krishi Samrudhi Yojana চালু করলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুন 2024

1.সুপ্রিম কোর্ট সম্প্রতি Gender Sensitisation and Internal Complaints কমিটি পুনরায় গঠন করলো।

2.আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হিসেবে Halla Tomasdottir কে নির্বাচিত করা হলো।

3.প্রতি বছর 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়।

4.ভারতের লিজেন্ড ক্রিকেটার দীনেশ কার্তিক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

5.মুকেশ আম্বানিকে অতিক্রম করে এশিয়ার ধনীতম ব্যক্তির খেতাব অর্জন করলেন গৌতম আদানি।

6.15 তম UEFA চ্যাম্পিয়ন্স লীগ খেতাব জিতলো রিয়াল মাদ্রিদ।

7.ভারত সম্প্রতি কেরলে 46 তম আন্টার্কটিকা ট্রিটি কন্সাল্টেটিভ মিটিং এবং এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর 26 তম কমিটি হোস্ট করলো।

8.FSSAI এবং APEDA যৌথভাবে 'Unified India Organic' লোগো তৈরি করলো।

9.পারস্পরিক সহযোগিতা বাড়াতে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO) এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) চুক্তি স্বাক্ষর করলো।

10.ডিজিটাল ব্যাংকিং এর জন্য জিও ফিনান্সিয়াল সার্ভিস বিটা মোডে 'JioFinance' অ্যাপ লঞ্চ করলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 5th জুন 2024

1.ভারতের লিডিং কমার্শিয়াল ম্যানুফ্যাকচার্স Ashok Leyland সম্প্রতি 'Sarathi Suraksha Policy' লঞ্চ করলো।

2.মাইনোরিটি কমিউনিটি থেকে পাকিস্তান আর্মির প্রথম মহিলা বিগ্রেডিয়ার হলেন Helen Mary Roberts.

3.সাইবার সিকিউরিটি সচেতনতার জন্য Zupee এবং গুরুগ্রাম সাইবার পুলিশ জোটবদ্ধ হলো।

4.রাজ্যের কামরূপ জেলায় নতুন একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) স্থাপন করতে চলেছে আসাম সরকার।

5.2024 বছরের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.9% নির্ধারণ করলো Goldman Sachs.

6.5G/6G রিসার্চের জন্য নোকিয়া এবং গতি শক্তি বিশ্ববিদ্যালয় জোটবদ্ধ হলো।

7.বিনিয়োগকারীদের জন্য Saathi 2.0 নামক পার্সোনাল ফাইন্যান্স অ্যাপ লঞ্চ করলো SEBI.

8.Greenday এর 'Better Nutrition' ব্র্যান্ড এর ব্র্যান্ড-আম্বাসাডর হলেন অলিম্পিক মেডেলিস্ট পি ভি সিন্ধু।

9.মেক্সিকো -এর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Claudia Sheinbaum.

10.কোস্টাল কমিউনিটি এমপাওয়ারমেন্ট -এর জন্য INCOIS এর সাথে চুক্তি স্বাক্ষর করলো রিলায়েন্স ফাউন্ডেশন।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 6th জুন 2024

1.বিশ্বের প্রথম EV ব্যাটারি পাসপোর্ট ইস্যু করতে চলেছে Volvo Cars.

2.কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিষ্ট্রেশন (KASA) নামক ন্যাশনাল স্পেস এজেন্সি স্থাপন করলো দক্ষিন কোরিয়া।

3.অ্যারোডায়নামিক ডিজাইন এবং বিশ্লেষণের জন্য PraVaHa নামক সফটওয়্যার তৈরি করলো DRDO.

4.কোম্পানির নেক্সট-জেনারেশন AI চিপ প্লাটফর্ম Rubin এর উন্মোচন করলো Nvidia.

5.বায়ু দূষণের বিরুদ্ধে লড়তে হরিয়ানা সরকার 10,000 কোটি টাকার প্রজেক্ট ফান্ডের ঘোষণা করলো।

6.চীনের সহায়তায় PAKSAT MM1 নামক স্যাটেলাইট লঞ্চ করলো পাকিস্তান।

7.ICICI ব্যাংকের সাথে মিলে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করলো Adani One.

8.Boeing এবং NASA জোটবদ্ধ হয়ে স্টারলাইনার স্পেসক্রাফটের প্রথম crewed flight টেস্ট লঞ্চ করতে চলেছে।

9.প্রতি বছরের মতো এবছরের 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো, এবছরের থিম - 'Land restoration, desertification, and drought resilience'.

10.লিভিংস্টোনে পাঁচ সদস্য দেশের প্রধানদের নিয়ে KAZA 2024 Heads of State সামিট অনুষ্ঠিত হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 7th জুন 2024

1.81 তম ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) বার্ষিক জেনারেল মিটিং 2025 সালে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে।

2.Arka Fincap লিমিটেড সম্প্রতি IRDAI এর কাছ থেকে কর্পোরেট এজেন্সি লাইসেন্স অর্জন করলো।

3.SPARSH সার্ভিস সেন্টার বাড়াতে মিনিস্ট্রি অফ ডিফেন্স চুক্তি স্বাক্ষর করলো।

4.UPI পেমেন্টের জন্য রিজার্ভ ব্যাংক অফ পেরু এবং NPCI ইন্টারন্যাশনাল জোটবদ্ধ হলো।

5.ভারতে ইন্সুরেন্স এবং ফিনান্সিয়াল ইনক্লুশন কে গতি প্রদান করতে Axis ব্যাংক এবং Bajaj Allianz Forge জোটবদ্ধ হয়ে Bancassurance অ্যালায়েন্স তৈরি করলো।

6.Clearing Corporations কে রিভিউ করতে SEBI নতুন একটি কমিটি গঠন করলো, যার সভাপতি হলেন Usha Thorat.

7.হরিয়ানার রোহটাকে GST ভবনের উদ্বোধন করলেন CBIC চেয়ারপার্সন সঞ্জয় কুমার আগারওয়াল।

8.বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'Ek Ped Maa Ke Naam' নামক ক্যাম্পেইন লঞ্চ করলেন।

9.ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ম্যানেজমেন্ট এক্সপার্ট রাকেশ মোহন যোশীকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের (IIFT) ভাইস-চ্যান্সেলর পদে নিযুক্ত করা হলো।

10.প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশে 1000 কিউমুলেটিভ দিন কাটিয়ে নজির গড়লেন রাশিয়ার মহাকাশচারী Oleg Kononenko.


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুন 2024

1.দেশীয়ভাবে তৈরি এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম উদ্বোধন এবং Air-Pravah অ্যাপ লঞ্চ করলেন MeitY সেক্রেটারি S Krishnan.

2.সচেতনতা প্রমোট করার জন্য Universal Sompo 'Insure Today For a Safe Tomorrow' ক্যাম্পেইন লঞ্চ করলো।

3.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 7% নির্ধারণ করলো DBS ব্যাংক।

4.LNG সরবরাহের জন্য IOC লিমিটেড এবং কোরিয়া সাউথ-ইস্ট পাওয়ারের সাথে চুক্তি স্বাক্ষর করলো TotalEnergies.

5.সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT) সম্প্রতি UN's WSIS 2024 'Champion' আওয়ার্ড জিতলো।

6.সম্প্রতি বিহারের Nagi এবং Nakti পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো।

7.Employees’ State Insurance Corporation (ESIC) এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন Shri Kamal Kishore Soan.

8.Air India এবং Vistara -এর মার্জ হওয়ার অনুমোদন দিলো ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইব্যুনাল (NCLT).

9.Safe, Trusted, Ethical AI এর উপর ওয়ার্কশপ হোস্ট করলো MeitY এবং UNESCO.

10.গ্রামীন মহিলা উদ্যোগকতাদের সশক্তিকরণের জন্য Muthoot Microfin এবং SBI জোটবদ্ধ হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুন 2024

1.প্রতি বছর 8 ই জুন World Brain Tumour দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Brain Health and Prevention', এছাড়া এই তারিখে World Oceans Day পালিত হলো, এবছরের থিম - 'Awaken New Depths'.

2.Eenadu Group এবং Ramoji Film City -এর প্রতিষ্ঠাতা Ramoji Rao 88 বছর বয়সে প্রয়াত হলেন।

3.PNB MetLife ইন্ডিয়া ইন্স্যুরেন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সমীর বানসালকে নিযুক্ত করা হলো।

4.আর্মড ফোর্সেস -এর জন্য Tele MANAS Cell স্থাপনের জন্য হেল্থ এবং ডিফেন্স মিনিস্ট্রি জোটবদ্ধ হলো।

5.অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়তে ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্লোবাল হ্যাকাথন HaRBInger 2024 লঞ্চ করলো।

6.ভারত এবং কাতারের মধ্যে ইনভেস্টমেন্ট সহযোগিতা বাড়াতে প্রথমবার আয়োজিত ইনভেস্টমেন্টের উপর জয়েন্ট টাস্ক ফোর্স মিটিং নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো।

7.ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন Biopharmaceuticals Alliance লঞ্চ করলো।

8.মিউনিখে অনুষ্ঠিত ISSF World Cup এ প্রথম ভারতীয় হিসেবে গোল্ড মেডেল জিতলেন সরবজিত সিং।

9.ভারতের সাহায্যে নেপালে 900 MW Arun III হাইড্রোপাওয়ার প্রজেক্ট নির্মাণ করা হলো।

10.700 মিটার দীর্ঘ পায়ে হাঁটা ব্রিজ 'Bridge of National Unity' -এর উন্মোচন করলো হাঙ্গেরি।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুন 2024

1.79 তম UN জেনারেল এসেম্বলির সেশনের সভাপতি হিসেবে Philemon Yang কে নির্বাচিত করা হলো।

2.Bisleri Limonata বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।

3.Apple কে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় সবথেকে মূল্যবান কোম্পানির তকমা পেলো Nvidia.

4.Kotak General -এ Zurich Insurance এর 70% মালিকানার মান্যতা দিলো RBI.

5.চেন্নাইতে এক্সক্লুসিভ স্টার্টআপ ব্রাঞ্চ লঞ্চ করলো ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক (IOB).

6.উত্তরাখণ্ডে দেশের প্রথম Astro-Tourism ইনিশিয়েটিভ 'Nakshatra Sabha' -এর উন্মোচন করা হলো।

7.নাভি মুম্বাইতে গ্লোবাল ইকোনমিক হাব স্থাপন করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

8.রেপো রেট কে 6.5% -এ স্থির রাখার সিদ্ধান্ত নিলো RBI গভর্নর শক্তিকান্ত দাস।

9.Nar Singh এবং Rohini Lokhande সম্প্রতি দিলীপ বোস লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড জিতলেন।

10.সংযুক্ত রিসার্চ এবং ট্রেনিং এর জন্য IIT হায়দ্রাবাদের সাথে চুক্তি স্বাক্ষর করলো আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস (AFMS).


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুন 2024

1.ফ্রেঞ্চ ওপেন 2024 এ পুরুষ একক বিভাগে খেতাব জিতলেন Carlos Alcaraz এবং মহিলা একক বিভাগে খেতাব জিতলেন Iga Swiatek.

2.গত 9 ই জুন International Archives দিবস পালিত হলো, এছাড়া একই দিনে World Accreditation দিবসও পালিত হলো।

3.মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস একটি স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম 'Source Code: My Beginnings'.

4.IIT কানপুর এবং Centre of Excellence for UAVs and DFI জোটবদ্ধ ভাবে ড্রোন স্টার্টআপ ইনিশিয়েটিভ UDAAN লঞ্চ করলো।

5.শান্তিপূর্ণ Moon Exploration -এর জন্য পেরু এবং স্লোভাকিয়া Artemis Accords স্বাক্ষর করলো।

6.মহাকাশ গবেষণা সংস্থা ISRO সম্প্রতি জয়েন্ট ইন্দো-ফ্রেঞ্চ ইনফ্রারেড আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট মিশন TRISHNA -এর ঘোষণা করলো।

7.Magnus Carlsen (পুরুষদের মধ্যে) এবং Ju Wenjun (মহিলাদের মধ্যে) নরওয়ে চেস খেতাব 2024 জিতলেন।

8.Apollo 8 এর মহাকাশচারী William Anders সম্প্রতি প্রয়াত হলেন।

9.কনজার্ভেশন গ্রান্ট থেকে তানজানিয়া কে বাদ দিলো ইউরোপিয়ান কমিশন।

10.ডিপার্টমেন্ট অফ রুরাল ,ডেভেলপমেন্ট -এর ডিরেক্টর পদে Raj Priy Singh কে নিযুক্ত করা হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 12th জুন 2024

1.সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন প্রেম সিং তামাং।

2.ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) এবং সম্মিলিত জাতীপুঞ্জ The State of World Fisheries and Aquaculture 2024 প্রকাশ করলো।

3.ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট হলেন Anamika B. Rajeev.

4.মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিটে 100 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজস্থান সরকার।

5.ষষ্ঠ ATP চ্যালেঞ্জার টেনিস খেতাব জিতলো ভারতের টেনিস স্টার সুমিত নাগপাল।

6.পরপর তিন বছর কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন।

7.লোকসভাতে কনিষ্ঠতম ট্রাইবাল মহিলা হিসেবে নির্বাচন জিতলেন Priyanka Jarkiholi.

8.পরিযায়ীদের সাহায্য করতে গোল্ডেন ভিসা স্কিমের ব্যবহার করতে চলেছে পর্তুগাল।

9.শ্রীলঙ্কাতে ভারতীয়দের UPI পেমেন্ট অফার দিতে PickMe -এর সাথে জোটবদ্ধ হলো PhonePe.

10.World Bank CPPI এর শ্রেষ্ঠ 20 -এর তালিকায় বিশাখাপত্তনম পোর্ট 19 তম স্থান অধিকার করলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুন 2024

1.চতুর্থ বারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু।

2.নয়ডাতে MotoGp Bharat 2025 সংস্করণের আয়োজন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

3.প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি অতিরিক্ত রুরাল এবং আরবান ঘর প্রদানের ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।

4.BRICS গ্রুপে ইজিপ্ট, ইরান, UAE, সৌদি আরব এবং ইথিওপিয়াকে স্বাগত জানালো ভারত।

5.প্রতি বছর 12 ই জুন World Day Against Child Labour দিবস পালিত হয়।

6.চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

7.জাপান ও ভারতের যৌথ মেরিটাইম অনুশীলন JIMEX-24 জাপানের Yokosuka -তে শুরু হলো।

8.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি 'SME Digital Business Loans' লঞ্চ করলো।

9.2025 FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ হোস্ট করতে চলেছে ভারত।

10.সেলুলার অপারেটর্স এসোসিয়েশন অফ ইন্ডিয়ার (COAI) চেয়ারম্যান পদে Abhijit Kishore কে এবং ভাইস-চেয়ারম্যান পদে Rahul Vatts কে নিযুক্ত করা হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুন 2024

1.2025 সালটিকে the International Year of Quantum Science and Technology বলে ঘোষণা করলো ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি।

2.বিশ্বের 100 সবথেকে মূল্যবান ব্রান্ডের তালিকায় ভারতের Infosys স্থান পেলো।

3.গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2024 -এ ভারত 129 তম স্থান অধিকার করলো।

4.প্রতি বছর 13 ই জুন International Albinism Awareness দিবস পালিত হয়।

5.ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান মেডিক্যাল সিস্টেম দুদিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স 'PRANA' -এর আয়োজন করলো।

6.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে আয়োজিত 50 তম G7 leaders’ summit -এ অংশগ্রহণ করতে চলেছেন।

7.লোক্যাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এর সূচনা করতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE).

8.রাশিয়া এবং বেলারুশ সম্প্রতি নিউক্লিয় অস্ত্র ড্রিল সম্পন্ন করলো।

9.SBICAP Ventures লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে প্রেম প্রভাকরকে নিযুক্ত করা হলো।

10.আদানি ডিফেন্স এবং UAE এর EDGE গ্রুপ গ্লোবাল ডিফেন্স পার্টনারশিপের ঘোষণা করলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুন 2024

1.ওয়ার্ল্ড এথলেটিক্সের সাথে পাঁচ বছরের জন্য সম্প্রচার চুক্তি সম্পন্ন করলো টাটা কমিউনিকেশন।

2.কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (CSTO) এর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী Nikol Pashinyan.

3.প্রিপেড ওয়ালেট বিজনেস শুরু করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের মান্যতা পেলো Jupiter Money.

4.প্রতি বছর 14 ই জুন World Blood Donor দিবস পালন করা হয়, এবছরের থিম - '20 years of celebrating giving: thank you blood donors!'.

5.মেয়েদের জন্য শিক্ষাকে প্রমোট করতে আসাম সরকার 'Mukhya Mantri Nijut Moina' স্কিম লঞ্চ করলো।

6.তৃতীয় বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পেমা খান্ডু।

7.ব্যবসায়িক ক্ষেত্রে এফিসিয়েন্সিকে বুস্ট করতে Lab45 AI প্লাটফর্ম লঞ্চ করলো Wipro.

8.ভারতীয় কলা ও সংস্কৃতিকে প্রমোট করতে Sansad TV -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো IGNCA.

9.অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে Aurionpro Payments কে মান্যতা দিলো RBI.

10.NSG Fraud ধরতে না পারার জন্য Axis ব্যাংকের উপর ফাইন চাপালো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU).


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 16th জুন 2024

1.প্রথম ভারতীয় রাইডার হিসেবে three-star গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট জিতলেন Shruti Vora.

2.ICC প্লেয়ার অফ দি মান্থ ফর মে 2024 হলেন Gudakes Motie (পুরুষ দল) এবং Chamari Athapaththu (মহিলা দল)।

3.গ্লোবাল Peace ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 116 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে আইসল্যান্ড।

4.বিখ্যাত সরোদ বাদক পন্ডিত রাজীব তারানাথ 91 বছর বয়সে প্রয়াত হলেন।

5.ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সম্প্রতি 'NCRB Sankalan of Criminal Laws’ নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলো।

6.কৃষিক্ষেত্রে আরো উন্নতি সাধনের জন্য নিউজিল্যান্ডের সাথে চুক্তি এবং পার্টনারশিপ করলো জম্মু ও কাশ্মীর।

7.ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অজিত দোভালকে পুনরায় নিযুক্ত করা হলো।

8.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্য সেক্রেটারি পদে প্রাক্তন IAS অফিসার P K Mishra কে পুনরায় নিযুক্ত করা হলো।

9.ভারতের বিখ্যাত বোলার আর অশ্বিন তার আত্মজীবনী প্রকাশ করলেন যার শিরোনাম 'I Have the Streets: A Kutti Cricket Story'.

10.FIDE অনুর্দ্ধ - 20 ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন ভারতের Divya Deshmukh এবং কাজাখস্তানের Kazybek Nogerbek.


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুন 2024

1.ওড়িশার 15 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি।

2.Chang’e-7 মিশনকে সফল করতে চীনের সাথে জোটবদ্ধ হলো ইজিপ্ট এবং বাহারিন।

3.রাশিয়ান অ্যাসেট ব্যবহার করে ইউক্রেন কে $50 bn লোন দেওয়ার জন্য সম্মতি জানালো G7.

4.গ্লোবাল ইকুইটি মার্কেটে হংকং কে অতিক্রম চতুর্থ স্থান অধিকার করলো ভারত।

5.ট্রাডিশনাল মেডিসিন রিসার্চের জন্য তৃতীয় ভারতীয় ইনস্টিটিউট হিসেবে হায়দ্রাবাদের NIIMH -কে স্বীকৃতি দিলো WHO.

6.মহিলা চালিত স্টার্টআপ Ingenious Research Solutions Pvt Ltd সম্প্রতি AI Tool 'Divya Drishti' তৈরি করলো।

7.Alpana Killawala নতুন একটি বই লিখলেন যার শিরোনাম "A Fly on the RBI Wall".

8.দুই দিন ব্যাপী India-IORA ক্রুজ ট্যুরিজম কনফারেন্স নতুন দিল্লীতে সম্পন্ন হলো।

9.প্রতি বছর 16 ই জুন International Day of Family Remittances পালিত হয়, এছাড়া গত 15 ই জুন World Elder Abuse Awareness দিবস পালন করা হলো।

10.ভোপাল থেকে 'PM Shri Paryatan Vayu Seva' নামক ট্যুরিজম এয়ার সার্ভিসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুন 2024

1.AGRO RANGERS এর প্রতিষ্ঠাতা Siddhesh Sakore কে Land Hero সম্মানে সম্মানিত করলো UN এজেন্সি।

2.স্লোভাকিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Peter Pellegrini.

3.পরিযায়ী শ্রমিকদের জন্য ডিজিটাল পেমেন্ট বাড়াতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং SBI চুক্তি স্বাক্ষর করলো।

4.যুবদের IT স্কিলে সমৃদ্ধ করে তুলতে তামিলনাড়ু সরকারের সাথে জোটবদ্ধ হলো Oracle.

5.অরুণাচল প্রদেশ এসেম্বলির নতুন স্পিকার হিসেবে Tesam Pongte কে নির্বাচিত করা হলো।

6.প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক হারপাল সিং বেদী 72 বছর বয়সে প্রয়াত হলেন।

7.দ্বিতীয় বারের জন্য দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Cyril Ramaphosa.

8.বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে নিজস্ব Deep Sea মিশন লঞ্চ করতে চলেছে ভারত।

9.পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে 'Prerna Sthal' (Inspiration Site) -এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার।

10.কেরলের কোঝিকোরে তে মালাবার নদী উৎসব 2024 অনুষ্ঠিত হতে চলেছে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2024

1.এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 176 তম স্থান অধিকার করলো।

2.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.2% নির্ধারণ করলো Fitch Ratings.

3.নিয়মনীতি লঙ্ঘনের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং সোনালী ব্যাংক PLC -এর উপর ফাইন চাপালো RBI.

4.Mercer Report অনুযায়ী ভারতের সবথেকে খরচ বহুল শহরের তকমা ধরে রাখলো মুম্বাই।

5.উত্তরপ্রদেশের গাজীপুরে অবস্থিত Purvanchal Co-operative Bank -এর লাইসেন্স বাতিল করলো RBI. 

6.আবহাওয়া পরিবর্তনের সাথে লড়তে ভারত এবং US যৌথভাবে NASA-ISRO Synthetic Aperture Radar লঞ্চ করতে চলেছে।

7.বিশ্বের সর্বোচ্চ স্টিল আর্চ রেল ব্রিজের (চেনাব ব্রিজ) উপর সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন করলো ভারতীয় রেলওয়ে।

8.আগামী আগস্টে প্রথমবার বহু-দেশীয় বায়ু অনুশীলন Tarang Shakti হোস্ট করতে চলেছে ভারত।

9.হিন্দি লেখক গৌরব পান্ডেকে 'যুব পুরস্কার' 2024 সম্মানে সম্মানিত করা হতে চলেছে।

10.BWF অস্ট্রেলিয়ান ওপেন 2024 খেতাব জিতলেন মালয়েশিয়ার Lee Zii Jia.


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 20th জুন 2024

1.ভারতের সর্বোচ্চ Valued Celebrity ব্র্যান্ড হিসেবে নিজের স্থান পুনরায় অর্জন করলেন বিরাট কোহলি যার ব্র্যান্ড ভ্যালু $227.9 মিলিয়ন।

2.জার্মানির বন শহরে সম্প্রতি  Bonn Climate Conference 2024 সম্পন্ন হলো।

3.মালপত্র চেক-ইনের জন্য ভারতের প্রথম সেল্ফ-সার্ভিস পরিষেবা লঞ্চ করলো দিল্লী এয়ারপোর্ট।

4.চলচ্চিত্র নির্মাতা Vinod Ganatra কে নেলসন ম্যান্ডেলা লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

5.গত 18 ই জুন Sustainable Gastronomy Day পালিত হলো।

6.বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার প্রথম শিশু বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Ed Finds a Home'.

7.ওড়িশার প্রাক্তন রাজ্যপাল Murlidhar Chandrakant Bhandare 95 বছর বয়সে প্রয়াত হলেন।

8.ইংরেজি লেখক নন্দিনী সেনগুপ্ত কে তার "The Blue Horse and Other Amazing Animal Stories from Indian History" লেখনীর জন্য বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হলো।

9.বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা Subbiah Nallamuthu কে V. Shantaram লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

10.বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 21st জুন 2024

1.Paavo Nurmi Games 2024 -এ অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন।

2.প্রতি বছর 20 ই জুন বিশ্ব রিফিউজি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Everyone is Welcome'.

3.নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ড বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

4.সুইজারল্যান্ডের জেনেভাতে সম্প্রতি 112 তম আন্তর্জাতিক লেবার কনফারেন্স সম্পন্ন হলো।

5.Offshore Wind এনার্জি প্রজেক্ট বাস্তবায়নের জন্য Viability Gap Funding স্কিমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

6.ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 এর জন্য ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী Chirag Paswan এবং Shri Ravneet Singh.

7.মাইক্রোসফট কে সরিয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানির স্থান অর্জন করলো Nvidia.

8.দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ের মান্যতা দিলো থাইল্যান্ড।

9.আর্মি হাসপাতালে পার্সোনেল এবং ফ্যামিলিদের অতিউন্নত পরিষেবা দেওয়ার জন্য স্টেট-অফ-দি-আর্ট স্কিন ব্যাংক ফ্যাসিলিটি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি।

10.মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লির (MCD) কমিশনার পদে IAS অফিসার অশ্বিনী কুমারকে নিযুক্ত করা হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 22nd জুন 2024

1.প্রতি বছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, এবছরের থিম - "Yoga for Self and Society".

2.HaRBInger 2024 হ্যাকথনের জন্য APIX এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক জোটবদ্ধ হলো।

3.T20 বিশ্বকাপ 2024 এর প্রথম হ্যাট্রিক নিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

4.'The Hunger Games’ বিখ্যাত অভিনেতা Donald Sutherland 88 বছর বয়সে প্রয়াত হলেন।

5.দুই দেশের সিকিউরিটি সহযোগিতা বাড়াতে ভারত এবং শ্রীলঙ্কা মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার কমিশন করলো।

6.বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক এয়ারপোর্ট গড়ে তোলার মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

7.সম্প্রতি SabPaisa কে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্সের মান্যতা দিলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

8.সাইবারস্পেস অপারেশনের জন্য জয়েন্ট ডকট্রিন প্রকাশ করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।

9.ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর ডিরেক্টর (এন্টারপ্রাইজ) পদে Sudhakararao Papa কে নিযুক্ত করা হলো।

10.মাইশুরু তে ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 এর উদ্বোধন করলেন কর্ণাটকের রাজ্যপাল Thaawarchand Gehlot.


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুন 2024

1.গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারত তৃতীয় স্থান অধিকার করলো।

2.হিজাবের সাথে সাথে অন্যান্য 'Alien Garments' কে নিষিদ্ধ করলো তাজিকিস্তান সরকার।

3.সম্প্রতি লাদাখে বৌদ্ধ সাংস্কৃতিক উৎসব 'Hemis Festival 2024' অনুষ্ঠিত হলো।

4.গত 21 শে জুন World Hydrography  দিবস পালিত হলো, এবছরের থিম - "Hydrographic Information - Enhancing Safety, Efficiency and Sustainability in Marine Activities".

5.ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোজ জেইন কে নিযুক্ত করা হলো।

6.অটল পেনশন যোজনা বাস্তবায়নের জন্য জাতীয় পুরস্কার পেলো কর্ণাটক বিকাশ গ্রামীন ব্যাংক।

7.পুনের মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল Nelson D’Souza.

8.ওড়িশার এসেম্বলি স্পিকার হিসেবে Surama Padhy কে নির্বাচিত করা হলো।

9.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রোড সেফটি বাড়াতে IIT দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করলো NHAI.

10.মহারাষ্ট্রের বাধাবনে গ্রিনফিল্ড মেজর পোর্ট নির্মাণের অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 24th জুন 2024

1.প্রতিবছর 24 শে জুন International Widows' Day পালিত হয়।

2.ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইনডেক্স 2024 অনুযায়ী 63 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইডেন।

3.ফিনান্সিয়াল সেক্টরে ভারতের সাইবার সিকিউরিটি বাড়াতে CERT-In এবং মাস্টারকার্ড ইন্ডিয়া চুক্তি স্বাক্ষর করলো।

4.ট্রাভেল এবং ট্যুরিজম স্টককে ট্র্যাক করার জন্য NSE সম্প্রতি Nifty Tourism ইনডেক্স লঞ্চ করলো।

5.অপর্যাপ্ত মূলধনের জন্য সিটি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করলো RBI.

6.একটানা তিনবারের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক এডমিনিষ্ট্রেশন (IIPA) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং।

7.গ্র্যান্ডমাস্টার Arjun Erigaisi সম্প্রতি Stepan Avagyan Memorial RR ট্যুর্নামেন্ট 2024 জিতলেন।

8.কলেজে ভর্তির জন্য রাজ্যে প্রথমবার সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকার।

9.ইমার্জিং স্কিলের সাথে ভারতে কৃষিক্ষেত্রকে গতি প্রদান করতে অস্ট্রেলিয়া সরকারের সাথে জোটবদ্ধ হলো MSDE.

10.ফেডারেল ব্যাংক এবং NPCI জোটবদ্ধ ভাবে UPI চালিত লেনদেনের মাধ্যমে RuPay Wave ক্রেডিট কার্ড লঞ্চ করলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুন 2024

1.উত্তরপ্রদেশে বিশ্বের প্রথম Asian King Vulture কনজার্ভেশন এবং ব্রিডিং সেন্টার গড়ে উঠতে চলেছে।

2.ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল - 3 -এ 'FTI-TTP' এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

3.Sa-Dhan -এর চেয়ারপার্সন পদে ESAF স্মল ফাইন্যান্স ব্যাে ও CEO Paul Thomas কে নির্বাচিত করা হলো।

4.Sony Pictures নেটওয়ার্কস ইন্ডিয়া গৌরব ব্যানার্জিকে ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত করলো।

5.অ্যান্টি-ডোপিং নীতি লঙ্ঘনের জন্য অলিম্পিক মেডেলিস্ট  বজরং পুনিয়াকে সাসপেন্ড করলো NADA.

6.টেকনোলজিক্যাল এডভান্সমেন্টের জন্য Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) ভারতীয় সেনাবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করলো।

7.ভারতে EV সেফটি এবং কোয়ালিটি বাড়াতে দুটি নতুন স্ট্যান্ডার্ড IS 18590: 2024 এবং IS 18606 : 2024 চালু করলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS).

8.16 তম অন্ধ্রপ্রদেশ লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার হিসেবে C. Ayyanna Patrudu কে নির্বাচিত করা হলো।

9.বাংলাদেশী নাগরিকদের জন্য ই-মেডিক্যাল ভিসা ফ্যাসিলিটি লঞ্চ করতে চলেছে ভারত।

10.ভারতের কোঝিকোড়ে UNESCO City of Literature -এর তকমা পেয়ে ইতিহাস গড়লো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 26th জুন 2024

1.নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে Girija Subramanian কে নিযুক্ত করা হলো।

2.HDFC ERGO জেনারেল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অনুজ ত্যাগীকে নিযুক্ত করা হলো।

3.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.8% -এ নির্ধারণ স্থির রাখলো S&P Global Ratings.

4.মহারাষ্ট্রের রাজ্যপাল Shri Ramesh Bais নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Gateways to the Sea'.

5.তীরন্দাজী বিশ্বকাপ 2024 Stage 3 তে দুটি ব্রোঞ্জ পদক জিতলেন Dhiraj Bommadevara.

6.প্রতিবছর 25 শে জুন International Day of the Seafarer পালন করা হয়।

7.বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 200 টি ছয় মেরে নজির গড়লেন রোহিত শর্মা।

8.আর্মি স্টাফের পরবর্তী ভাইস-চিফ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লিউটেন্যান্ট জেনারেল NS Raja Subramani.

9.রাজ্যের সমস্ত জেলায় One P.M College Of Excellence গড়ে তোলার অনুমোদন দিলো মধ্যপ্রদেশ সরকার।

10.সায়েন্স এবং টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং "One Week One Theme" (OWOT) ক্যাম্পেইন লঞ্চ করলেন।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 27th জুন 2024

1.বর্ষার প্রস্তুতির জন্য মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স 'Safai Apnao, Bimaari Bhagao' (SABB) ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

2.2025 অর্থবর্ষে 200 টির অধিক নতুন ব্রাঞ্চ খুলতে চলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক।

3.ঝাড়খণ্ডে ভারতের প্রথম কয়লা গ্যাসিফিকেশন পাইলট প্রজেক্ট লঞ্চ করা হলো।

4.শ্রীনগরকে চতুর্থ ভারতীয় World Craft City' -এর তকমা দিলো ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল।

5.টি-20 বিশ্বকাপ 2024 -এ পরপর দুটি ম্যাচে হ্যাট্রিক নিয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্স।

6.প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে পরপর দুটি এক দিবসীয় ম্যাচে সেঞ্চুরি করলেন স্মৃতি মন্দনা।

7.রাজ্য সভার লিডার অফ হাউস পদে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে নিযুক্ত করা হলো।

8.লোক সভার অধ্যক্ষ হিসেবে ওম বিড়লাকে পুনরায় নির্বাচিত করা হলো।

9.প্রতি বছর 26 শে জুন International Day Against Drug Abuse and Illicit Trafficking পালন করা হয়।

10.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুন 2024

1.ভারতীয় নৌবাহিনীর হাতে মিডিয়াম রেঞ্জ Microwave Obscurant Chaff Rocket তুলে দিলো DRDO.

2.ULLAS কার্যক্রমের অধীনে সম্পূর্ণ ফাংশনাল স্বাক্ষরতা অর্জন করলো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ।

3.100 তম সদস্য হিসেবে আন্তর্জাতিক সোলার এলায়েন্সে যোগদান করলো প্যারাগুয়ে।

4.India Bullion Jewellers Association এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে Aksha Mohit Kamboj কে নিযুক্ত করা হলো।

5.Central Electronics Limited (CEL) কে মিনি রত্ন স্ট্যাটাসে সম্মানিত করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং।

6.NASA -এর যুগান্তকারী ওয়েদার স্যাটেলাইট GOES-U লঞ্চ করলো SpaceX.

7.অযোধ্যাতে 650 কোটি অর্থের টাটা সন্স -এর 'Museum of Temples' গড়ে তোলার অনুমোদন দিলো উত্তরপ্রদেশ সরকার।

8.NCAER এর মতে 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ 7.5% থাকতে চলেছে।

9.প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায় কে Pen Pinter প্রাইজ 2024 -এ সম্মানিত করা হলো।

10.গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) সাস্টেনেবল গভারন্যান্স চ্যাম্পিয়ন আওয়ার্ড জিতলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুন 2024

1.রেলওয়ে প্রটেকশন ফোর্স (RPF) ডিরেক্টর জেনারেল মনোজ যাদব সম্প্রতি Sangyaan অ্যাপ লঞ্চ করলেন।

2.প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া -এর নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে নিযুক্ত করা হলো।

3.Gassy Cattle এর উপর বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ট্যাক্স চালু করতে চলেছে ডেনমার্ক।

4.প্রতিবছর 28 শে জুন জাতীয় ইসুরেন্স সচেতনতা দিবস পালন করা হয়।

5.দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান তাদের প্রথম ত্রিপাক্ষিক মাল্টি-ডোমেন অনুশীলন শুরু করলো।

6.26 বছর বয়সী মুম্বইয়ের লেখক সঞ্জনা  ঠাকুর 2024 কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ জিতলেন।

7.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) -এর পরবর্তী সেক্রেটারি জেনারেল পদে Mark Rutte কে নিযুক্ত করা হলো।

8.রাজ্যের নাম কেরল থেকে পরিবর্তন করে কেরলম করার জন্য রেজোলিউশন পাশ করলো কেরল লেজিসলেটিভ অ্যাসেম্বলি।

9.অনুর্দ্ধ - 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024 -এ ভারত 11 টি মেডেল (সোনা - 4, সিলভার - 2 এবং ব্রোঞ্জ - 5) জিতলো।

10.ভারতের দ্বিতীয় মিলিটারি স্টেশন হিসেবে জয়পুর মিলিটারি স্টেশন -এ প্লাস্টিক বর্জ্য নির্মিত রাস্তা তৈরি করা হলো।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 30th জুন 2024

1.2024-27 এর জন্য SAARC কারেন্সি Swap ফ্রেমওয়ার্ক -এর ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).

2.আস্তানা তে অনুষ্ঠিত হতে চলা SCO সামিটে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

3.আগামী অক্টোবর মাসে লন্ডনে গ্লোবাল চেস লীগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে।

4.10 MWp ক্ষমতার ভাসমান সোলার প্লান্ট স্থাপন করলো মধ্য রেলওয়ে।

5.ভারতে 70 mm রকেট উৎপাদনের জন্য Thales Group এর সাথে চুক্তি স্বাক্ষর করলো আদানি ডিফেন্স এন্ড অ্যারোস্পেস।

6.ভারতের নতুন বিদেশ সেক্রেটারি হিসেবে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিক্রম মিশ্রি কে নিযুক্ত করা হলো।

7.রাজ্যের লখিমপুর খেরী জেলায় বায়োপ্লাস্টিক পার্ক নির্মাণ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

8.প্রতি বছর 29 শে জুন  International Day of the Tropics পালিত হয়, এছাড়া এই দিনটি জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবেও পালন করা হয়।

9.ড: ঊষা ঠাকুরকে 12 তম বিশ্ব হিন্দি সম্মানে সম্মানিত করা হলো।

10.বনে আগুন লাগার আগাম সনাক্তকরন করতে AI সিস্টেম চালু করলো মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ।

Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.