অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুন 2024 | Latest Current Affairs 18th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 18th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুন 2024 | Latest Current Affairs 18th June 2024

নিচে Latest Current Affairs 18th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 18th জুন 2024 | Latest Current Affairs 18th June 2024


1.AGRO RANGERS এর প্রতিষ্ঠাতা Siddhesh Sakore কে Land Hero সম্মানে সম্মানিত করলো UN এজেন্সি।

2.স্লোভাকিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Peter Pellegrini.

3.পরিযায়ী শ্রমিকদের জন্য ডিজিটাল পেমেন্ট বাড়াতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফফায়ার্স এবং SBI চুক্তি স্বাক্ষর করলো।

4.যুবদের IT স্কিলে সমৃদ্ধ করে তুলতে তামিলনাড়ু সরকারের সাথে জোটবদ্ধ হলো Oracle.

5.অরুণাচল প্রদেশ এসেম্বলির নতুন স্পিকার হিসেবে Tesam Pongte কে নির্বাচিত করা হলো।

6.প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক হারপাল সিং বেদী 72 বছর বয়সে প্রয়াত হলেন।

7.দ্বিতীয় বারের জন্য দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Cyril Ramaphosa.

8.বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে নিজস্ব Deep Sea মিশন লঞ্চ করতে চলেছে ভারত।

9.পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে 'Prerna Sthal' (Inspiration Site) -এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার।

10.কেরলের কোঝিকোরে তে মালাবার নদী উৎসব 2024 অনুষ্ঠিত হতে চলেছে।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.