প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুন 2024 | Latest Current Affairs 11th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 11th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুন 2024 | Latest Current Affairs 11th June 2024

নিচে Latest Current Affairs 11th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 11th জুন 2024 | Latest Current Affairs 11th June 2024


1.ফ্রেঞ্চ ওপেন 2024 এ পুরুষ একক বিভাগে খেতাব জিতলেন Carlos Alcaraz এবং মহিলা একক বিভাগে খেতাব জিতলেন Iga Swiatek.

2.গত 9 ই জুন International Archives দিবস পালিত হলো, এছাড়া একই দিনে World Accreditation দিবসও পালিত হলো।

3.মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস একটি স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম 'Source Code: My Beginnings'.

4.IIT কানপুর এবং Centre of Excellence for UAVs and DFI জোটবদ্ধ ভাবে ড্রোন স্টার্টআপ ইনিশিয়েটিভ UDAAN লঞ্চ করলো।

5.শান্তিপূর্ণ Moon Exploration -এর জন্য পেরু এবং স্লোভাকিয়া Artemis Accords স্বাক্ষর করলো।

6.মহাকাশ গবেষণা সংস্থা ISRO সম্প্রতি জয়েন্ট ইন্দো-ফ্রেঞ্চ ইনফ্রারেড আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট মিশন TRISHNA -এর ঘোষণা করলো।

7.Magnus Carlsen (পুরুষদের মধ্যে) এবং Ju Wenjun (মহিলাদের মধ্যে) নরওয়ে চেস খেতাব 2024 জিতলেন।

8.Apollo 8 এর মহাকাশচারী William Anders সম্প্রতি প্রয়াত হলেন।

9.কনজার্ভেশন গ্রান্ট থেকে তানজানিয়া কে বাদ দিলো ইউরোপিয়ান কমিশন।

10.ডিপার্টমেন্ট অফ রুরাল ,ডেভেলপমেন্ট -এর ডিরেক্টর পদে Raj Priy Singh কে নিযুক্ত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.