অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুন 2024 | Gksolves Daily Current Affairs 17th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 17th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুন 2024 | Gksolves Daily Current Affairs 17th June 2024

নিচে Speedy Current Affairs 17th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 17th জুন 2024 | Gksolves Daily Current Affairs 17th June 2024


1.ওড়িশার 15 তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি।

2.Chang’e-7 মিশনকে সফল করতে চীনের সাথে জোটবদ্ধ হলো ইজিপ্ট এবং বাহারিন।

3.রাশিয়ান অ্যাসেট ব্যবহার করে ইউক্রেন কে $50 bn লোন দেওয়ার জন্য সম্মতি জানালো G7.

4.গ্লোবাল ইকুইটি মার্কেটে হংকং কে অতিক্রম চতুর্থ স্থান অধিকার করলো ভারত।

5.ট্রাডিশনাল মেডিসিন রিসার্চের জন্য তৃতীয় ভারতীয় ইনস্টিটিউট হিসেবে হায়দ্রাবাদের NIIMH -কে স্বীকৃতি দিলো WHO.

6.মহিলা চালিত স্টার্টআপ Ingenious Research Solutions Pvt Ltd সম্প্রতি AI Tool 'Divya Drishti' তৈরি করলো।

7.Alpana Killawala নতুন একটি বই লিখলেন যার শিরোনাম "A Fly on the RBI Wall".

8.দুই দিন ব্যাপী India-IORA ক্রুজ ট্যুরিজম কনফারেন্স নতুন দিল্লীতে সম্পন্ন হলো।

9.প্রতি বছর 16 ই জুন International Day of Family Remittances পালিত হয়, এছাড়া গত 15 ই জুন World Elder Abuse Awareness দিবস পালন করা হলো।

10.ভোপাল থেকে 'PM Shri Paryatan Vayu Seva' নামক ট্যুরিজম এয়ার সার্ভিসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.