অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুন 2024 | Gksolves Daily Current Affairs 14th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 14th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুন 2024 | Gksolves Daily Current Affairs 14th June 2024

নিচে Gksolves Daily Current Affairs 14th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 14th জুন 2024 | Gksolves Daily Current Affairs 14th June 2024


1.2025 সালটিকে the International Year of Quantum Science and Technology বলে ঘোষণা করলো ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি।

2.বিশ্বের 100 সবথেকে মূল্যবান ব্রান্ডের তালিকায় ভারতের Infosys স্থান পেলো।

3.গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স 2024 -এ ভারত 129 তম স্থান অধিকার করলো।

4.প্রতি বছর 13 ই জুন International Albinism Awareness দিবস পালিত হয়।

5.ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান মেডিক্যাল সিস্টেম দুদিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স 'PRANA' -এর আয়োজন করলো।

6.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালিতে আয়োজিত 50 তম G7 leaders’ summit -এ অংশগ্রহণ করতে চলেছেন।

7.লোক্যাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এর সূচনা করতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী (UAE).

8.রাশিয়া এবং বেলারুশ সম্প্রতি নিউক্লিয় অস্ত্র ড্রিল সম্পন্ন করলো।

9.SBICAP Ventures লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে প্রেম প্রভাকরকে নিযুক্ত করা হলো।

10.আদানি ডিফেন্স এবং UAE এর EDGE গ্রুপ গ্লোবাল ডিফেন্স পার্টনারশিপের ঘোষণা করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.