অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুন 2024 | Gksolves Current Affairs In Bengali 9th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs In Bengali 9th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুন 2024 | Gksolves Current Affairs In Bengali 9th June 2024

নিচে Gksolves Current Affairs In Bengali 9th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুন 2024 | Gksolves Current Affairs In Bengali 9th June 2024


1.প্রতি বছর 8 ই জুন World Brain Tumour দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Brain Health and Prevention', এছাড়া এই তারিখে World Oceans Day পালিত হলো, এবছরের থিম - 'Awaken New Depths'.

2.Eenadu Group এবং Ramoji Film City -এর প্রতিষ্ঠাতা Ramoji Rao 88 বছর বয়সে প্রয়াত হলেন।

3.PNB MetLife ইন্ডিয়া ইন্স্যুরেন্সের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে সমীর বানসালকে নিযুক্ত করা হলো।

4.আর্মড ফোর্সেস -এর জন্য Tele MANAS Cell স্থাপনের জন্য হেল্থ এবং ডিফেন্স মিনিস্ট্রি জোটবদ্ধ হলো।

5.অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়তে ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্লোবাল হ্যাকাথন HaRBInger 2024 লঞ্চ করলো।

6.ভারত এবং কাতারের মধ্যে ইনভেস্টমেন্ট সহযোগিতা বাড়াতে প্রথমবার আয়োজিত ইনভেস্টমেন্টের উপর জয়েন্ট টাস্ক ফোর্স মিটিং নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো।

7.ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন Biopharmaceuticals Alliance লঞ্চ করলো।

8.মিউনিখে অনুষ্ঠিত ISSF World Cup এ প্রথম ভারতীয় হিসেবে গোল্ড মেডেল জিতলেন সরবজিত সিং।

9.ভারতের সাহায্যে নেপালে 900 MW Arun III হাইড্রোপাওয়ার প্রজেক্ট নির্মাণ করা হলো।

10.700 মিটার দীর্ঘ পায়ে হাঁটা ব্রিজ 'Bridge of National Unity' -এর উন্মোচন করলো হাঙ্গেরি।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.