প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুন 2024 | Gk Current Affairs 15th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 15th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুন 2024 | Gk Current Affairs 15th June 2024

নিচে Gk Current Affairs 15th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 15th জুন 2024 | Gk Current Affairs 15th June 2024


1.ওয়ার্ল্ড এথলেটিক্সের সাথে পাঁচ বছরের জন্য সম্প্রচার চুক্তি সম্পন্ন করলো টাটা কমিউনিকেশন।

2.কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (CSTO) এর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী Nikol Pashinyan.

3.প্রিপেড ওয়ালেট বিজনেস শুরু করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের মান্যতা পেলো Jupiter Money.

4.প্রতি বছর 14 ই জুন World Blood Donor দিবস পালন করা হয়, এবছরের থিম - '20 years of celebrating giving: thank you blood donors!'.

5.মেয়েদের জন্য শিক্ষাকে প্রমোট করতে আসাম সরকার 'Mukhya Mantri Nijut Moina' স্কিম লঞ্চ করলো।

6.তৃতীয় বারের জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন পেমা খান্ডু।

7.ব্যবসায়িক ক্ষেত্রে এফিসিয়েন্সিকে বুস্ট করতে Lab45 AI প্লাটফর্ম লঞ্চ করলো Wipro.

8.ভারতীয় কলা ও সংস্কৃতিকে প্রমোট করতে Sansad TV -এর সাথে চুক্তি স্বাক্ষর করলো IGNCA.

9.অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে Aurionpro Payments কে মান্যতা দিলো RBI.

10.NSG Fraud ধরতে না পারার জন্য Axis ব্যাংকের উপর ফাইন চাপালো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU).

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.