প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 10th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gk Current Affairs 10th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 10th জুন 2024 | Gk Current Affairs 10th June 2024
1.79 তম UN জেনারেল এসেম্বলির সেশনের সভাপতি হিসেবে Philemon Yang কে নির্বাচিত করা হলো।
2.Bisleri Limonata বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরকে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো।
3.Apple কে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় সবথেকে মূল্যবান কোম্পানির তকমা পেলো Nvidia.
4.Kotak General -এ Zurich Insurance এর 70% মালিকানার মান্যতা দিলো RBI.
5.চেন্নাইতে এক্সক্লুসিভ স্টার্টআপ ব্রাঞ্চ লঞ্চ করলো ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক (IOB).
6.উত্তরাখণ্ডে দেশের প্রথম Astro-Tourism ইনিশিয়েটিভ 'Nakshatra Sabha' -এর উন্মোচন করা হলো।
7.নাভি মুম্বাইতে গ্লোবাল ইকোনমিক হাব স্থাপন করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
8.রেপো রেট কে 6.5% -এ স্থির রাখার সিদ্ধান্ত নিলো RBI গভর্নর শক্তিকান্ত দাস।
9.Nar Singh এবং Rohini Lokhande সম্প্রতি দিলীপ বোস লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড জিতলেন।
10.সংযুক্ত রিসার্চ এবং ট্রেনিং এর জন্য IIT হায়দ্রাবাদের সাথে চুক্তি স্বাক্ষর করলো আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস (AFMS).
Also Read:
Please do not share any spam link in the comment box