বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 31st May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Daily Current Affairs in Bengali 31st May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 31st মে 2024 | Daily Current Affairs in Bengali 31st May 2024
1.অ্যান্টি-রেডিয়েশন মিসাইল 'Rudram-II' এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ভারত।
2.2024-26 সেশনের জন্য প্রথমবার Colombo Process এর চেয়ারম্যানশিপের দায়িত্ব নিলো ভারত।
3.ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য ICICI ব্যাংক এবং YES ব্যাংকের উপর ফাইন চাপালো ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI).
4.প্রতি বছর 30 শে মে International Potato Day পালিত হয়, এছাড়া গত 29 শে মে International Everest Day পালিত হলো।
5.প্রথমবার আয়োজিত আউটলুক প্লানেট সাস্টেনেবিলিটি সামিট হোস্ট করলো গোয়া।
6.ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (NARCL) এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে P Santhosh কে নিযুক্ত করা হলো।
7.হাইড্রোজেন ফুয়েল সেল বাস টেকনোলজি ট্রায়ালের জন্য ভারতীয় সেনাবাহিনী এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) জোটবদ্ধ হলো।
8.ডিজনির প্রখ্যাত গীতিকার Richard M. Sherman সম্প্রতি 95 বছর বয়সে প্রয়াত হলেন।
9.প্রথম ব্যক্তি হিসেবে একটি সিজনে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে দুবার পরিমাপ করে ইতিহাস গড়লেন ভারতীয় পর্বত আরোহী সত্যদ্বীপ গুপ্ত।
10.স্কিল ডেভেলপমেন্ট এবং Lifelong Learning বাড়াতে NSDC এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) জোটবদ্ধ হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box