অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুন 2024 | Daily Current Affairs in Bengali 28th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 28th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুন 2024 | Daily Current Affairs in Bengali 28th June 2024

নিচে Daily Current Affairs in Bengali 28th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 28th জুন 2024 | Daily Current Affairs in Bengali 28th June 2024


1.ভারতীয় নৌবাহিনীর হাতে মিডিয়াম রেঞ্জ Microwave Obscurant Chaff Rocket তুলে দিলো DRDO.

2.ULLAS কার্যক্রমের অধীনে সম্পূর্ণ ফাংশনাল স্বাক্ষরতা অর্জন করলো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ।

3.100 তম সদস্য হিসেবে আন্তর্জাতিক সোলার এলায়েন্সে যোগদান করলো প্যারাগুয়ে।

4.India Bullion Jewellers Association এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে Aksha Mohit Kamboj কে নিযুক্ত করা হলো।

5.Central Electronics Limited (CEL) কে মিনি রত্ন স্ট্যাটাসে সম্মানিত করলেন কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং।

6.NASA -এর যুগান্তকারী ওয়েদার স্যাটেলাইট GOES-U লঞ্চ করলো SpaceX.

7.অযোধ্যাতে 650 কোটি অর্থের টাটা সন্স -এর 'Museum of Temples' গড়ে তোলার অনুমোদন দিলো উত্তরপ্রদেশ সরকার।

8.NCAER এর মতে 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ 7.5% থাকতে চলেছে।

9.প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায় কে Pen Pinter প্রাইজ 2024 -এ সম্মানিত করা হলো।

10.গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) সাস্টেনেবল গভারন্যান্স চ্যাম্পিয়ন আওয়ার্ড জিতলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.