অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুন 2024 | Daily Current Affairs in Bengali 23rd June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 23rd June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুন 2024 | Daily Current Affairs in Bengali 23rd June 2024

নিচে Daily Current Affairs in Bengali 23rd June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 23rd জুন 2024 | Daily Current Affairs in Bengali 23rd June 2024


1.গ্লোবাল ডোমেস্টিক এয়ারলাইন মার্কেটে ভারত তৃতীয় স্থান অধিকার করলো।

2.হিজাবের সাথে সাথে অন্যান্য 'Alien Garments' কে নিষিদ্ধ করলো তাজিকিস্তান সরকার।

3.সম্প্রতি লাদাখে বৌদ্ধ সাংস্কৃতিক উৎসব 'Hemis Festival 2024' অনুষ্ঠিত হলো।

4.গত 21 শে জুন World Hydrography  দিবস পালিত হলো, এবছরের থিম - "Hydrographic Information - Enhancing Safety, Efficiency and Sustainability in Marine Activities".

5.ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোজ জেইন কে নিযুক্ত করা হলো।

6.অটল পেনশন যোজনা বাস্তবায়নের জন্য জাতীয় পুরস্কার পেলো কর্ণাটক বিকাশ গ্রামীন ব্যাংক।

7.পুনের মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল Nelson D’Souza.

8.ওড়িশার এসেম্বলি স্পিকার হিসেবে Surama Padhy কে নির্বাচিত করা হলো।

9.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রোড সেফটি বাড়াতে IIT দিল্লীর সাথে চুক্তি স্বাক্ষর করলো NHAI.

10.মহারাষ্ট্রের বাধাবনে গ্রিনফিল্ড মেজর পোর্ট নির্মাণের অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.