প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুন 2024 | Daily Current Affairs in Bengali 13th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 13th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুন 2024 | Daily Current Affairs in Bengali 13th June 2024

নিচে Daily Current Affairs in Bengali 13th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 13th জুন 2024 | Daily Current Affairs in Bengali 13th June 2024


1.চতুর্থ বারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু।

2.নয়ডাতে MotoGp Bharat 2025 সংস্করণের আয়োজন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

3.প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি অতিরিক্ত রুরাল এবং আরবান ঘর প্রদানের ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।

4.BRICS গ্রুপে ইজিপ্ট, ইরান, UAE, সৌদি আরব এবং ইথিওপিয়াকে স্বাগত জানালো ভারত।

5.প্রতি বছর 12 ই জুন World Day Against Child Labour দিবস পালিত হয়।

6.চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নিলেন লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

7.জাপান ও ভারতের যৌথ মেরিটাইম অনুশীলন JIMEX-24 জাপানের Yokosuka -তে শুরু হলো।

8.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি 'SME Digital Business Loans' লঞ্চ করলো।

9.2025 FIH হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ হোস্ট করতে চলেছে ভারত।

10.সেলুলার অপারেটর্স এসোসিয়েশন অফ ইন্ডিয়ার (COAI) চেয়ারম্যান পদে Abhijit Kishore কে এবং ভাইস-চেয়ারম্যান পদে Rahul Vatts কে নিযুক্ত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.