অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2024 | Current Affairs News 19th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs News 19th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2024 | Current Affairs News 19th June 2024

নিচে Current Affairs News 19th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th জুন 2024 | Current Affairs News 19th June 2024


1.এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 176 তম স্থান অধিকার করলো।

2.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.2% নির্ধারণ করলো Fitch Ratings.

3.নিয়মনীতি লঙ্ঘনের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং সোনালী ব্যাংক PLC -এর উপর ফাইন চাপালো RBI.

4.Mercer Report অনুযায়ী ভারতের সবথেকে খরচ বহুল শহরের তকমা ধরে রাখলো মুম্বাই।

5.উত্তরপ্রদেশের গাজীপুরে অবস্থিত Purvanchal Co-operative Bank -এর লাইসেন্স বাতিল করলো RBI. 

6.আবহাওয়া পরিবর্তনের সাথে লড়তে ভারত এবং US যৌথভাবে NASA-ISRO Synthetic Aperture Radar লঞ্চ করতে চলেছে।

7.বিশ্বের সর্বোচ্চ স্টিল আর্চ রেল ব্রিজের (চেনাব ব্রিজ) উপর সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন করলো ভারতীয় রেলওয়ে।

8.আগামী আগস্টে প্রথমবার বহু-দেশীয় বায়ু অনুশীলন Tarang Shakti হোস্ট করতে চলেছে ভারত।

9.হিন্দি লেখক গৌরব পান্ডেকে 'যুব পুরস্কার' 2024 সম্মানে সম্মানিত করা হতে চলেছে।

10.BWF অস্ট্রেলিয়ান ওপেন 2024 খেতাব জিতলেন মালয়েশিয়ার Lee Zii Jia.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.