প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুন 2024 | Current Affairs In Bengali 2nd June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুন 2024 | Current Affairs In Bengali 2nd June 2024

নিচে Current Affairs In Bengali 2nd June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2nd জুন 2024 | Current Affairs In Bengali 2nd June 2024


1.Wipro 3D এবং ISRO ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের জন্য যৌথভাবে 3D প্রিন্টেড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষণ করলো।

2.তানজানিয়া পোর্ট টার্মিনালের সাথে 30 বছরের জন্য চুক্তি করলো আদানি পোর্টস এন্ড স্পেশ্যাল ইকোনমিক জোন (APSEZ).

3.ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য SBM Bank কে 88.70 লক্ষ টাকা ফাইন করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক।

4.Axis ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে NFC Soundbox লঞ্চ করলো।

5.উজবেকিস্তানে মধ্য-এশিয়ার প্রথম নিউক্লিয়ার প্লান্ট স্থাপনের জন্য রাশিয়া এবং উজবেকিস্তান নিউক্লিও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো।

6.প্রতি বছর 1 লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'celebrating the vital role dairy plays in delivering quality nutrition to nourish the world'.

7.স্কুলের টেক্সটবুকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স লার্নিং এর সূচনা করলো কেরল সরকার।

8.ওয়ার্ল্ড বক্সিং (WB) সংগঠনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলো বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI).

9.Scripps National Spelling Bee তে জয়ী হলো 12 বছর বয়সী ভারতীয়-আমেরিকান Bruhat Soma.

10.ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ এন্ড নিউরো সায়েন্সেস (NIMHANS) কে হেল্থ প্রোমোশনের জন্য সম্মানীয় নেলসন ম্যান্ডেলা আওয়ার্ড -এ পুরস্কৃত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.