অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুন 2024 | Current Affairs 1st June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুন 2024 | Current Affairs 1st June 2024

নিচে Current Affairs 1st June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 1st জুন 2024 | Current Affairs 1st June 2024


1.ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড Microchip Imager তৈরি করার জন্য TCS এবং IIT বোম্বে জোটবদ্ধ হলো।

2.রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ডিফেন্স শক্তিশালী করতে দুটি অতিউন্নত র‍্যাডার প্লেন প্রদান করতে চলেছে সুইডেন।

3.ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথের (WOAH) এর নতুন ডিরেক্টর জেনারেল হলেন Emmanuelle Soubeyran.

4.শুক্রগ্রহের বুকে অগ্ন্যুৎপাতের মত ঘটনার আবিষ্কার করলো NASA এর Magellan Mission.

5.স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে রাকেশ রঞ্জনকে নিযুক্ত করা হলো।

6.বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্পেস রকেট ইঞ্জিন লঞ্চ করলো চেন্নাইয়ে অবস্থিত স্টার্টআপ Agnikul Cosmos.

7.প্রতি বছর 31 শে মে World No Tobacco দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Protecting children from tobacco industry interference'.

8.আলাস্কাতে অনুষ্ঠিত 'Red Flag 24' অনুশীলনে অংশগ্রহণ করলো ভারতীয় এয়ার ফোর্স (IAF).

9.Muthoot Pappachan Group এর নতুন ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিযুক্ত করা হলো।

10.ICICI Prudential এর বোর্ড চেয়ারম্যান হিসেবে সন্দীপ বাত্রাকে নিযুক্ত করার মান্যতা দিলো IRDAI.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.