প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Career Power Current Affairs 25th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Career Power Current Affairs 25th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 25th জুন 2024 | Career Power Current Affairs 25th June 2024
1.উত্তরপ্রদেশে বিশ্বের প্রথম Asian King Vulture কনজার্ভেশন এবং ব্রিডিং সেন্টার গড়ে উঠতে চলেছে।
2.ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টের টার্মিনাল - 3 -এ 'FTI-TTP' এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
3.Sa-Dhan -এর চেয়ারপার্সন পদে ESAF স্মল ফাইন্যান্স ব্যাে ও CEO Paul Thomas কে নির্বাচিত করা হলো।
4.Sony Pictures নেটওয়ার্কস ইন্ডিয়া গৌরব ব্যানার্জিকে ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত করলো।
5.অ্যান্টি-ডোপিং নীতি লঙ্ঘনের জন্য অলিম্পিক মেডেলিস্ট বজরং পুনিয়াকে সাসপেন্ড করলো NADA.
6.টেকনোলজিক্যাল এডভান্সমেন্টের জন্য Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) ভারতীয় সেনাবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করলো।
7.ভারতে EV সেফটি এবং কোয়ালিটি বাড়াতে দুটি নতুন স্ট্যান্ডার্ড IS 18590: 2024 এবং IS 18606 : 2024 চালু করলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS).
8.16 তম অন্ধ্রপ্রদেশ লেজিসলেটিভ এসেম্বলির স্পিকার হিসেবে C. Ayyanna Patrudu কে নির্বাচিত করা হলো।
9.বাংলাদেশী নাগরিকদের জন্য ই-মেডিক্যাল ভিসা ফ্যাসিলিটি লঞ্চ করতে চলেছে ভারত।
10.ভারতের কোঝিকোড়ে UNESCO City of Literature -এর তকমা পেয়ে ইতিহাস গড়লো।
Also Read:
Please do not share any spam link in the comment box