বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Top 10 Current Affairs 21st May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Top 10 Current Affairs 21st May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st মে 2024 | Top 10 Current Affairs 21st May 2024
1.US International DFC থেকে $25 মিলিয়ন লোন নিশ্চিত করলো Fusion Micro Finance.
2.ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য SBI জেনারেল ইন্সুরেন্স 'Surety Bond Bima' এর উন্মোচন করলো।
3.IDFC FIRST ব্যাংকের Whole-Time ডিরেক্টর হিসেবে প্রদীপ নটরঞ্জন কে নিযুক্ত করার মান্যতা দিলো RBI.
4.টি-20 বিশ্বকাপ 2024 এ স্কটল্যান্ড দল কে স্পনসর করতে চলেছে Nandini Dairy.
5.দিল্লিতে 'ONDC Startup Mahotsav' এর আয়োজন করলো DPIIT.
6.সম্প্রতি নেদারল্যান্ডে ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট এবং এক্সহিবিশন 2024 অনুষ্ঠিত হলো।
7.IndiaFirst লাইফ ইন্সুরেন্স কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে Rushabh Gandhi কে নিযুক্ত করা হলো।
8.পাকিস্তান সম্প্রতি দেশীয় রকেট সিস্টেম 'Fatah - II' -এর ট্রেনিং লঞ্চ সম্পন্ন করলো।
9.অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান যথাক্রমে AFC ওমেন'স এশিয়া কাপ 2026 এবং 2029 হোস্ট করতে চলেছে।
10.ভারতীয় এথলিটদের অফিসিয়াল কিট স্পন্সর করতে PUMA India এবং AFI চুক্তি স্বাক্ষর করলো।
Also Read:
Please do not share any spam link in the comment box