বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Today Current Affairs In Bengali 29th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th মে 2024 | Today Current Affairs In Bengali 29th May 2024
1.2024 বর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.7% নির্ধারণ করলো Goldman Sachs.
2.দ্বিতীয়বারের জন্য লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Gitanas Nausėda.
3.সিরিয়াতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে Faisal bin Saud Al-Mejfel কে নিযুক্ত করা হলো।
4.4G এবং 5G টেলিকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে ঘানার Next-Gen Infrastructure Company, ভারতের রিলায়েন্স জিও, টেক মাহিন্দ্রা এবং Nokia -এর সাথে জোটবদ্ধ হলো।
5.ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) এর চেয়ারম্যান হিসেবে Jetha Ahir কে নিযুক্ত করা হলো।
6.এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার।
7.Monaco গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতে নজির গড়লেন Ferrari চালক Charles Leclerc.
8.একটি সিজনে তিনবার এভারেস্ট জয় করলেন নেপালের পর্বত আরোহী পূর্ণিমা শ্রেষ্ঠা।
9.মধ্যপ্রদেশের বিজয়পুরে প্রথম গ্রীন হাইড্রোজেন প্লান্ট কমিশন করলো GAIL (India) Ltd.
10.ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারিয়ে IPL 2024 খেতাব জিতলো কলকাতা নাইট রাইডার্স, অরেঞ্জ ক্যাপ বিজেতা - বিরাট কোহলি, পার্পেল ক্যাপ বিজেতা - হার্শাল প্যাটেল।
Also Read:
Please do not share any spam link in the comment box