অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th এপ্রিল 2024 | Today Current Affairs In Bengali 29th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th এপ্রিল 2024 | Today Current Affairs In Bengali 29th April 2024

নিচে Today Current Affairs In Bengali 29th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th এপ্রিল 2024 | Today Current Affairs In Bengali 29th April 2024


1.চীন সম্প্রতি Tiangong স্পেস স্টেশনে Shenzhou-18 Crew লঞ্চ করলো।

2.2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ 7.1% নির্ধারণ করলো NIPFP.

3.রত্ন এবং গয়না সেক্টরকে Authorized Economic Operator (AEO) স্ট্যাটাস প্রদান করলো ভারত সরকার।

4.Aramco এবং ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FIFA গ্লোবাল পার্টনারশিপে অংশগ্রহণ করলো।

5.করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে Arun Alagappan কে নিযুক্ত করা হলো।

6.এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর কে একটি বই উপহার দেওয়া হলো যার শিরোনাম 'India's Nuclear Titans'.

7.প্রতি বছর 28 শে এপ্রিল World Day for Safety and Health at Work পালিত হয়।

8.RBI -এর ডেপুটি গভর্নর পদে রবি শঙ্কর কে পুনরায় নিযুক্ত করা হলো।

9.অ্যাডভ্যান্সিং জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন এর জন্য KABIL এবং CSIR-NGRI চুক্তি স্বাক্ষর করলো।

10.Srei Infrastructure Finance লিমিটেডের MD এবং CEO পদে Hardayal Prasad কে নিযুক্ত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.